স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে এ পর্যন্ত ২২ কোটি টিকার ডোজ সরবরাহ করা হয়েছে

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলির কাছে এখনও ১.৭৭ কোটি টিকার ডোজ রয়েছে

Posted On: 26 MAY 2021 10:08AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৬ মে, ২০২১

 

দেশজুড়ে কোভিড টিকাকরণ কর্মসূচিতে কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিনামূল্যে টিকা সরবরাহ করে চলেছে। এর পাশাপাশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে সরাসরি টিকা সংগ্রহের সুযোগ করে দিয়েছে। কোভিড অতিমারির মোকাবিলায় সরকার টিকা দানের পাশাপাশি দৈনিক নমুনা পরীক্ষার প্রতিও বিশেষ জোর দিয়েছে। তৃতীয় পর্যায়ের টিকাদান কর্মসূচি গত ১ মে,২০২১ থেকে শুরু হয়েছে।

এই কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয় ড্রাগ ল্যাবরেটরি ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলি কাছ থেকে কেনা টিকার ডোজের ৫০ শতাংশ ভারত সরকার প্রতিমাসে সংগ্রহ করবে। আগের মতোই তা বিনামূল্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে দেওয়া হবে।

এ পর্যন্ত সরকার ২২ কোটি টিকার ডোজ ( ২২,০০,৫৯,৮৮০) রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে সরবরাহ করেছে।

এর পাশাপাশি ১.৭৭ কোটি টিকার ডোজ ( ১,৭৭,৫২,৫৯৪) এখনো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে মজুদ রয়েছে। এছাড়াও আরও ১ লক্ষ টিকার ডোজ আগামী তিন দিনের মধ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলির কাছে পৌঁছে যাবে।

 

CG/SB


(Release ID: 1721893) Visitor Counter : 281