স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ২১.৮৯ কোটিরও বেশি টিকার ডোজ সরবরাহ করা হয়েছে

प्रविष्टि तिथि: 25 MAY 2021 2:00PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২৫ মে, ২০২১

 

দেশব্যাপী টিকাকরণ অভিযানের অঙ্গ হিসেবে ভারত সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কোভিড টিকাকরণের ক্ষেত্রে বিনামূল্যে টিকাদান প্রক্রিয়ায় সহায়তা করে চলেছে। এছাড়াও ভারত সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য সরাসরি টিকা কেনার ক্ষেত্রে সুবিধা করে দিয়েছে। কোভিড-১৯ মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের ৫টি মূল স্তম্ভের মধ্যে অন্যতম হলো টিকাকরণ।

কোভিড-১৯ টিকাকরণের অভিযানে গতি আনতে এবং উদার মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় পয়লা মে থেকে তৃতীয় পর্যায়ের টিকাদান পর্ব শুরু হয়েছে। 

এই পরিকল্পনার আওতায় প্রতি মাসে সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরি (সিডিএল)-এর মাধ্যমে যে কোনো টিকা প্রস্তুতকারকের উৎপাদিত ডোজের ৫০ শতাংশ ভারত সরকার কিনে নেবে। আগের মতোই এই ডোজগুলি রাজ্য সরকারগুলিকে বিনামূল্যে সরবরাহ করা হবে। 

ভারত সরকার এপর্যন্ত ২১ কোটি ৮৯ লক্ষ ৬৯ হাজার ২৫০টি টিকার ডোজ বিনামূল্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সরবরাহ করেছে। আজ সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এর মধ্যে অপচয় সহ ১৯ কোটি ৯৩ লক্ষ ৩৯ হাজার ৭৫০টি ডোজ ব্যবহার করা হয়েছে। এখনও পর্যন্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে ১ কোটি ৭৭ লক্ষ ৬৭ হাজার ৮৫০টি টিকার ডোজ মজুত রয়েছে। আগামী তিন দিনে আরও ৭ লক্ষ টিকার ডোজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সরবরাহ করা হবে। 

 

CG/SS/SKD/


(रिलीज़ आईडी: 1721642) आगंतुक पटल : 297
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam