সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক

কোভিড জনিত অতিমারি পরিস্থিতিতে তৃতীয় লিঙ্গের মানুষের জন্য সরকারের ১৫০০ টাকা সহায়তা প্রদান

Posted On: 24 MAY 2021 4:37PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৪ মে, ২০২১

 

কোভিড জনিত অতিমারি পরিস্থিতিতে দেশের তৃতীয় লিঙ্গ ভুক্ত সম্প্রদায়ও চরম অসুবিধার সম্মুখীন হয়েছেন। প্রভাব পড়েছে তাঁদের জীবিকার ওপর। প্রাথমিক চাহিদা, যেমন খাদ্য এবং স্বাস্থ্যের সমস্যা দেখা দিয়েছে।

কেন্দ্রীয় সরকার তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে। বর্তমান পরিস্থিতিতে এই সম্প্রদায়ের মানুষজন সরকারের কাছে সহায়তা চেয়ে ছিলেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের পক্ষ থেকে তৃতীয় লিঙ্গের প্রতিটি মানুষের জন্য ১৫০০ টাকা সহায়তা প্রদানের কথা ঘোষণা করা হয়েছে। যাতে তাঁরা প্রাথমিক চাহিদাগুলো পূরণ করতে পারেন। এই অর্থ ওই সম্প্রদায়ের মানুষ জনকে সহায়তা করবে।

তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা কীভাবে এই সরকারি সহায়তার জন্য আবেদন করবেন তাও সুস্পষ্টভাবে বলা হয়েছে।

কোন তৃতীয় লিঙ্গের ব্যক্তি বা তাঁদের নিয়ে কাজ করেন কোন স্বেচ্ছাসেবী সংস্থা তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের হয়ে আবেদন করতে পারেন। এর জন্য প্রত্যেকের নাম-ঠিকানা আধার কার্ড এবং ব্যাংক সম্পর্কিত তথ্য আবেদনপত্রের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্র যে ওয়েবসাইট থেকে পাওয়া যাবে তা হচ্ছে- https://forms.gle/H3BcREPCy3nG6TpH7.

সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশাল ডিফেন্স- এর ওয়েবসাইটে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, গতবছর লকডাউনের সময় মন্ত্রকের পক্ষ থেকে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য রেশন সামগ্রী এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল। এজন্য সরকারের খরচ হয়েছিল ৯০.৫০ লক্ষ টাকা। উপকৃত হয়েছিলেন সারাদেশের প্রায় ৭ হাজার তৃতীয় লিঙ্গের ব্যক্তি।

এই শ্রেনীর মানুষের মানসিক বিকাশের জন্য মন্ত্রকের পক্ষ থেকে একটি হেল্পলাইন চালু করা হয়েছে। এর নম্বর হচ্ছে- ৮৮৮২১৩৩৮৯৭। সোম থেকে শনিবার পর্যন্ত সকাল ১১ টা থেকে বেলা ১ টা এবং বিকেল ৩ টে থেকে ৫ টা পর্যন্ত এই হেল্পলাইন চালু থাকবে।

এই হেল্প লাইনের মাধ্যমে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা প্রয়োজনের মনোবিদের পরামর্শ নিতে পারবেন।

এর পাশাপাশি তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা যাতে কোভিড ভ্যাকসিন নিতে কোনো সমস্যাই না পড়েন সেজন্য মন্ত্রকের পক্ষ থেকে বিভিন্ন রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের প্রধান সচিবের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। প্রয়োজনে তাঁদের জন্য পৃথক ভ্রাম্যমাণ ভ্যাকসিন কেন্দ্র করার অনুরোধ করা হয়েছে। যেমন হরিয়ানা এবং আসামে করা হয়েছে।

 

CG/ SB



(Release ID: 1721365) Visitor Counter : 305