প্রধানমন্ত্রীরদপ্তর
                
                
                
                
                
                
                    
                    
                        বিশিষ্ট সংস্কৃত পন্ডিত, শ্রী রেওয়া প্রসাদ দ্বিবেদীর প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ 
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                22 MAY 2021 4:00PM by PIB Kolkata
                
                
                
                
                
                
                নতুনদিল্লি, ২২শে মে, ২০২১
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট সংস্কৃত পন্ডিত শ্রী রেওয়া প্রসাদ দ্বিবেদীর প্রয়াণে  গভীর শোক প্রকাশ করেছেন। 
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ সংস্কৃতের মহান বিভুতি মহামহোপাধ্যায় পন্ডিত রেওয়া প্রসাদ দ্বিবেদীর প্রয়াণে আমি অত্যন্ত মর্মাহত। সাহিত্য ও শিক্ষার জগতে তাঁর অবদান অনস্বীকার্য । তাঁর প্রয়াণ সমাজের কাছে অপূরণীয় ক্ষতি। শোকের এই মুহূর্তে আমি তাঁর পরিবার পরিজন ও গুণমুগ্ধদের সমবেদনা জানাই। ওঁ শান্তি। “ 
 
 
                
                
                
                
                
                (Release ID: 1720900)
                Visitor Counter : 185
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Tamil 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam