রেলমন্ত্রক
একদিনে অক্সিজেন এক্সপ্রেস রেকর্ড পরিমান ১১১৮ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করেছে
২০৮ টি অক্সিজেন এক্সপ্রেসের ৮১৪ টি ট্যাঙ্কার ইতমধ্যেই মোট ১৩৩১৯ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করেছে
Posted On:
21 MAY 2021 2:08PM by PIB Kolkata
নতুন দিল্লী ২১ শে মে ২০২১
সব রকম বাধা বিপত্তি অতিক্রম করে এবং সমস্যা সমাধানের নতুন পথ উন্মোচন করে, ভারতীয় রেল,দেশের বিভিন্ন প্রান্তে তরল মেডিকেল অক্সিজেন সরবরাহ অব্যাহত রেখে স্বস্তি এনেছে। এই সময়ে ভারতীয় রেলের ৮১৪ টির বেশি ট্যাঙ্কার দেশের বিভিন্ন রাজ্যে প্রায় ১৩,৩১৯ মেট্রিক টন এলএমও সরবরাহ করতে সক্ষম হয়েছে।
উল্লেখযোগ্য ২০৮ টি অক্সিজেন এক্সপ্রেসের যাত্রা ইতমধ্যেই শেষ হয়েছে এবং একাধিক রাজ্যকে স্বস্তি দিয়েছে। ১০১৮ মেট্রিক টন অক্সিজেন বহনকারী ১৩ টি অক্সিজেন এক্সপ্রেস এখন যাত্রা পথে রয়েছে।গত কয়েকদিন যাবৎ দেশে প্রায় প্রতিদিন ৮০০ মেট্রিক টন এলএমও সরবরাহ করছে অক্সিজেন এক্সপ্রেস।
উত্তরাখন্ড,কর্নাটক,মহারাষ্ট্র,মধ্যপ্রদেশ,অন্ধ্রপ্রদেশ,রাজস্থান,তামিলনাড়ু,হরিয়ানা,তেলেঙ্গানা,পাঞ্জাব,কেরালা,দিল্লী এবং উত্তরপ্রদেশের মতন ১৩ টি রাজ্যে অক্সিজেন এক্সপ্রেস,অক্সিজেন সরবরাহ করে স্বস্তি দিয়েছে।
রাজ্যগুলিতে অক্সিজেন পৌঁছে দিতে ভারতীয় রেল সর্বদা প্রস্তুত রয়েছে। রাজ্যগুলিকে শুধুমাত্র এলএমও সরবরাহের জন্য ট্যাঙ্কার দিতে হচ্ছে।
উল্লেখ্য,গত ২৪ শে এপ্রিল,মাত্র ২৭ দিন আগে মহারাষ্ট্রতে ১২৬ মেট্রিক টন অক্সিজেন সরবরাহের মধ্যে দিয়ে এই অক্সিজেন এক্সপ্রেসের সূচনা হয়।
ভারতীয় রেল পশ্চিমের হাপা,বরোদা,মুন্দ্রা এবং পূর্বের রৌরকেল্লা,দুর্গাপুর,টাটানগর,আঙ্গুল প্রভৃতি জায়গা থেকে অক্সিজেন সংগ্রহ করে ১৩ টি রাজ্যে সরবরাহ করেছে। এর জন্য ভারতীয় রেলকে নির্দিষ্ট পরিকল্পনা তৈরী করতে হয়েছে।
বিভিন্ন রাজ্যে কম সময়ের মধ্যে অক্সিজেন পৌঁছে দিতে এই সব অক্সিজেন এক্সপ্রেস গুলিকে বিশেষ মানে উন্নীত করা হয়েছে। দূরপাল্লার ক্ষেত্রে এই ফ্রেইট ট্রেন গুলির গতি নির্ধারন করা হয় ঘণ্টায় ৫৫ কিলোমিটার।দ্রুত অক্সিজেন সরবরাহের জন্য গ্রিন করিডর তৈরী করা হয়। চালক পরিবর্তনের জন্য মাত্র ১ মিনিটের যাত্রাবিরতি দেওয়া হয়েছে। অক্সিজেন এক্সপ্রেসের যাত্রা মসৃণ করতে সেই সমস্ত রেলপথ ফাঁকা রাখার ব্যবস্থা করা হয়।তবে অন্য মালবাহী ট্রেন গুলির চলাচলে যাতে বিঘ্ন না ঘটে সেদিকেও নজর রাখা হয়েছে।
CG/PPM
(Release ID: 1720702)
Visitor Counter : 259