বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
কোভিড – ১৯ এর বিভিন্ন মিউট্যান্ট স্ট্রেন শনাক্ত করতে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অধীনস্থ সংস্থার নতুন মাল্টিপ্লেক্স আরটি – পিসিআর কিট উদ্ভাবন
प्रविष्टि तिथि:
18 MAY 2021 5:21PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ই মে, ২০২১
বিভিন্ন মিউট্যান্ট স্ট্রেনের কারণে বিশ্বজুড়ে কোভিড – ১৯ মহামারির সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এই ভাইরাসকে নিখুঁতভাবে শনাক্ত করতে একটি মাল্টিপ্লেক্স আরটি – পিসিআর কিট উদ্ভাবন করা হয়েছে। এই কিটের সাহায্যে নির্দিষ্ট জিনটি শনাক্ত করা সম্ভব হবে।
আরএনএ ভাইরাসগুলির মতো করোনা ভাইরাসকেও শনাক্ত করতে খুব একটা সমস্যা হয় না। কিন্তু এস, আর এবং এন জিন অনেক সময়ই নমুনা পরীক্ষায় বিভ্রান্তির সৃষ্টি করে। যেমন ধরা যাক, ব্রিটিস ভ্যারিয়েন্ট বি১.১.৭ । এই ভ্যারিয়েন্টটি ৬৯ – ৭০ ডেলে ৬ রকমের ক্ষারের মধ্যে মিশে যায়। এর ফলে এস জিনটিকে শনাক্ত করা যায় না।
বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অধীনস্থ জাতীয় গুরুত্বপূর্ণ সংস্থা শ্রী চিত্র তিরুনাল ইনস্টিটিউট ফর মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি একটি নতুন মাল্টিপ্লেক্স আরটি – পিসিআর কিট উদ্ভাবন করেছে। এই কিটের সাহায্যে সার্স – কোভ – ২ ভাইরাসের RdRp এবং ORFb-nsp14 জিন দুটিকে শনাক্ত করতে পারে। এর ফলে বেশ কিছু মিউট্যান্ট স্ট্রেন সহজেই শনাক্ত করা যায়। এছাড়াও মানুষের RNAseP জিনটিকে এই কিটের মাধ্যমে শনাক্ত করা যায়।
এই তিনটি জিন ট্যাকমান রসায়নের সূত্র অনুযায়ী রাসায়নিক বিক্রিয়ায় সহজেই চিহ্নিত করা সম্ভব। নাক থেকে নমুনা সংগ্রহ করে আরএনএ পৃথকীকরণের মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্পন্ন করা যায়। পুরো পদ্ধতিটি ৪৫ মিনিটে করা সম্ভব।
আইসিএমআর, এই কিটের অনুমোদন দিয়েছে। পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পরীক্ষা করে দেখা গেছে, কোভিড – ১৯ শনাক্ত করার ক্ষেত্রে এই কিটের সংবেদনশীলতা ৯৭.৩ শতাংশ এবং নির্ভুলভাবে এই কিট নির্দিষ্ট জিনগুলিকে শনাক্ত করতে পারে। শ্রী চিত্র তিরুনাল ইনস্টিটিউট ফর মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি এই কিট উৎপাদনের জন্য হায়দ্রাবাদ ভিত্তিক হুয়েল লাইফ সায়েন্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। হুয়েল বাণিজ্যিকভাবে কিট উৎপাদন করার উদ্যোগ নিয়েছে।
CG/CB/SFS
(रिलीज़ आईडी: 1719781)
आगंतुक पटल : 234