প্রতিরক্ষামন্ত্রক
ঘূর্ণিঝড় তৌকতে’র মোকাবিলায় সশস্ত্র বাহিনীর কার্যকরী পদক্ষেপের বিষয় নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং-এর পর্যালোচনা বৈঠক
प्रविष्टि तिथि:
17 MAY 2021 4:31PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৭ মে, ২০২১
ঘূর্ণিঝড় তৌকতে’র জেরে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনী প্রশাসনকে যে সহায়তা প্রদান করছে তার প্রস্তুতি বিষয়ে আজ এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে পর্যালোচনা বৈঠক করেছেন প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং। বৈঠকে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, প্রতিরক্ষা সচিব ডঃ অজয় কুমার, নৌ সেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিং, বায়ু সেনা প্রধান আর কে এস ভাদৌরিয়া, সেনা প্রধান জেনাপ্রধান এম এম নারাভানে, প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান তথা সচিব উপস্থিত ছিলেন।
বৈঠকে শ্রী রাজনাথ সিং-কে জানানো হয়েছে যে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির অনুরোধের প্রেক্ষিতে ১১টি ভারতীয় নৌ বাহিনীর দলকে প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বন্যা দুর্গত এলাকা থেকে উদ্ধারকারী ১২টি দল এবং চিকিৎসক দলকে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে ঘূর্ণিঝড় পরবর্তী জরুরি পরিকাঠামো মেরামতের জন্য বিশেষ দল গঠন করা হয়েছে।
তলওয়ার, তাবর এবং তর্কশ এই তিনটি জাহাজকে প্রস্তুত রাখা হয়েছে। এই জাহাজগুলি প্রয়োজন হলে দ্রুততার সঙ্গে সহায়তা ও ত্রাণ সামগ্রী পৌঁছে দেবে। এমনকি পশ্চিমাঞ্চল নৌ সেনার ঘাঁটিতে অতিরিক্ত জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। খারাপ আবহাওয়ার জন্য আটকে পড়া মাছ ধরার নৌকা ও ছোট নৌকাগুলির কাছে সহায়তা পৌঁছে দেওয়ার জন্য পশ্চিম সমুদ্র তীরে উদ্ধারকারী জাহাজগুলিকে মোতায়েন করা হয়েছে। নৌ বাহিনীর নজরদারি বিমান প্রতিনিয়ত মৎস্যজীবীদের কাছে ঘূর্ণিঝড়ের সতর্ক বার্তা পৌঁছে দিচ্ছে।
প্রতিরক্ষা মন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে ভারতীয় বায়ু সেনা ঘূর্ণিঝড় তৌকতে’র মোকাবিলায় প্রতিনিয়ত প্রস্তুতি চালাচ্ছে। এরই অঙ্গ হিসেবে রবিবার ১৬৭ জন কর্মী এবং ১৬.৫ টন ওজনের জাতীয় বিপর্যয় মোকাবিলার সরঞ্জাম কলকাতা থেকে আমেদাবাদে নিয়ে আসা হয়। এর জন্য দুটি সি-১৩০জে এবং একটি এএন-৩২ বিশেষ বিমানকে কাজে লাগানো হয়। এখন থেকে এএন-৩২ বিশেষ বিমানটি আমেদাবাদেই রয়েছে। পাশাপাশি আরও একটি সি-১৩০জে এবং দুটি এএন-৩২ বিশেষ বিমানে বিজয়ওয়ারা থেকে ১২১ জন জাতীয় বিপর্যয় মোকাবিলা রক্ষী বাহিনীর কর্মী ও ১১.৬ টন ওজনের বিপর্যয় মোকাবিলার সরঞ্জাম আমেদাবাদে নিয়ে আসা হয়েছে। একই সঙ্গে দুটি সি-১৩০জে বিশেষ বিমানে পুনে থেকে ১১০ জন কর্মী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা রক্ষী বাহিনী-র ১৫ টন ওজনের পণ্য সম্ভার আমেদাবাদে নিয়ে আসা হয়েছে।
শ্রী রাজনাথ সিং-কে জানানো হয়েছে যে জামনগর থেকে ইঞ্জিনিয়ার টাস্কফোর্স সহ দুই কলম সেনা দিউ-তে পাঠানো হয়েছে। যদি প্রয়োজন হয় তার জন্য আরও দুই কলম সেনা জুনাগড় থেকে পাঠানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রীকে আরও জানানো হয়েছে যে সেনা বাহিনী প্রশাসনের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ বজায় রেখে চলেছে।
প্রতিরক্ষা মন্ত্রী এই জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে সকল সম্ভাব্য সহায়তা প্রদানের জন্য তিন বাহিনীকেই নির্দেশ দিয়েছেন।
CG/SS/SKD/
(रिलीज़ आईडी: 1719490)
आगंतुक पटल : 239