স্বরাষ্ট্র মন্ত্রক
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘূর্ণিঝড় ‘তৌকতে’-র আগাম সতর্কতা হিসেবে গুজরাট, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, দমন ও দিউ এবং দাদরা-নগরহাভেলির প্রশাসকদের সঙ্গে প্রস্তুতি বিষয়ে পর্যালোচনা বৈঠক করেছেন
Posted On:
16 MAY 2021 4:26PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৬ মে, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শনিবার ঘূর্ণিঝড় ‘তৌকতে’-র জেরে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার জন্য আগাম সতর্কতা হিসেবে বৈঠকে বসেছিলেন । সেই বৈঠকের পরবর্তী পর্যায়ে অমিত শাহ আজ গুজরাট এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দমন,দিউ এবং দাদরা-নগরহাভেলির প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পর্যালোচনা বৈঠকে বসেন । এই বৈঠকে ঘূর্ণিঝড় ‘তৌকতে’-র জেরে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন এবং কেন্দ্রীয় মন্ত্রক ও সংস্থাগুলির প্রস্তুতি বিষয়ে পর্যালোচনা করা হয় ।
এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘূর্ণিঝড়ের জেরে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত অঞ্চলের স্বাস্থ্য সুবিধা ব্যবস্থাপনা খতিয়ে দেখেন । শ্রী অমিত শাহ সমস্ত কোভিড হাসপাতাল, পরীক্ষাগার, টিকা, সংরক্ষণ কেন্দ্র এবং অন্যান্য চিকিৎসার সুবিধার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে রাজ্য প্রশাসন ও জেলা কালেক্টরদের নির্দেশ দেন । হাসপাতালে প্রয়োজনীয় সমস্ত ওষুধ সরবরাহ ও পর্যাপ্ত মজুত সুনিশ্চিত করারও পরামর্শ দেন তিনি । পাশাপাশি সম্ভাব্য ক্ষতিগ্রস্ত অঞ্চলে কোন কোভিড হাসপাতাল থাকলে সেখান থেকে রোগীদের সরিয়ে নিয়ে গিয়ে নিরাপদ স্থানে ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন স্বরাষ্ট্রমন্ত্রী । প্রয়োজনে অস্থায়ী হাসপাতালে যথাযথ অক্সিজেনের ব্যবস্থা করতেও বলেন তিনি ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহারাষ্ট্র এবং গুজরাটে অক্সিজেন প্ল্যান্টের ওপর ঘূর্ণিঝড়ের কোন প্রভাব পড়ছে কিনা সেবিষয়েও খতিয়ে দেখেন । এর জন্য আগাম সতর্কতা হিসেবে দুদিনের অক্সিজেনের বাফার স্টক মজুত রাখারও নির্দেশ দেন শ্রী অমিত শাহ । পাশাপাশি রাজ্যগুলির জন্য বরাদ্দ অক্সিজেন ট্যাঙ্কার পৌঁছাতে যাতে কোন অসুবিধা না হয়, তার জন্য আধিকারিকদের খতিয়ে দেখতে বলেন । হাসপাতালগুলিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে বিদ্যুৎ কেন্দ্রগুলির নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি । এদিনের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সকলকে আশ্বস্ত করেন যে কেন্দ্রীয় সরকার এবং তার সহযোগী সংস্থা সংশ্লিষ্ট সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সাহায্যের জন্য প্রস্তুত রয়েছে । তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বিপর্যয় মোকাবিলা করা সম্ভব হবে । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, মন্ত্রকে ২৪ ঘন্টার কন্ট্রোলরুম খোলা হয়েছে । উপকূলরক্ষী বাহিনী, নৌসেনা ও বিমান বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে । সম্ভাব্য ক্ষতিগ্রস্ত অঞ্চল থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া এবং সেই মানুষগুলির জন্য সমস্ত প্রয়োজনীয় পরিষেবা প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান ।
বৈঠকে গুজরাট এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীরা জানান, কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের পরামর্শ অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । এদিনের বৈঠকে ক্যাবিনেট সচিব, স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, বিদ্যুৎ মন্ত্রকের সচিব, ভারতীয় আবহাওয়া দফতরের মহানির্দেশক, জাতীয় বিপর্যয় মোকাবিলা রক্ষী বাহিনীর মহানির্দেশক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । স্বরাষ্ট্র মন্ত্রক সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ বজায় রেখেছে বলে জানানো হয়েছে ।
CG/SS/RAB
(Release ID: 1719172)
Visitor Counter : 248