সারওরসায়নমন্ত্রক

ভর্তুকি মূল্যে কৃষকদের কাছে সারের যোগান সুনিশ্চিত করতে একগুচ্ছ পদক্ষেপ

Posted On: 15 MAY 2021 5:09PM by PIB Kolkata

নতুন  দিল্লি, ১৫ মে, ২০২১

 

ভারত সরকার সার উৎপাদক/আমদানিকারকদের মাধ্যমে ভর্তুকি যুক্ত মূল্যে কৃষকদের কাছে ইউরিয়া এবং ২২গ্রেড ফসফেটিক এবং পটাশিক সারের যোগান অব্যাহত রাখতে সবরকম ব্যবস্থা নিচ্ছে। ফসফেটিক ও পটাশিক সারের ক্ষেত্রে ভর্তুকি ভারত সরকার বহন করে।

কৃষক বান্ধব প্রয়াসের অঙ্গ হিসেবে সরকার সুলভ মূল্যে ফসফেটিক ও পটাশিক সারের যোগান সুনিশ্চিত করতে বদ্ধপরিকর। পরিপূরক পুষ্টি ভিত্তিক ভর্তুকি যুক্ত মূল্য অনুযায়ী সার উৎপাদক সংস্থাগুলিকে ভর্তুকি দেওয়া হয়ে থাকে। সুলভ মূল্যে কৃষকদের জন্য পর্যাপ্ত পরিমাণে সারের যোগান অব্যাহত রাখতে এই ব্যবস্থা।

আন্তর্জাতিক বাজারে গত কয়েক মাসে ডিএপি এবং অন্যান্য ফসফেটিক ও পটাশিক সার উৎপাদনের কাঁচামালের দাম লক্ষণীয় হারে বেড়েছে। একই ভাবে আন্তর্জাতিক বাজারে ডিএপি ও অন্যান্য সারের দামও কাঁচমালের দাম বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক হারে বৃদ্ধি পেয়েছে। সার উৎপাদনের কাঁচামাল এবং সারের দাম বৃদ্ধি পাওয়া সত্বেও ভারতে ডিএপি সার উৎপাদক সংস্থাগুলি গত মাস পর্যন্ত দাম বাড়ায়নি। অবশ্য সম্প্রতি কয়েকটি সংস্থা ডিএপি সারের দাম বাড়িয়েছে। 

ভারত সরকার সারের মূল্য বৃদ্ধির বিষয়টিতে সম্পূর্ণ অবগত রয়েছে এবং উচ্চ পর্যায়ে পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। সরকার কৃষকদের উদ্বেগের বিষয়গুলিতে অত্যন্ত সংবেদশীল এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। ডিএপি সহ ফসফেটিক ও পটাশিক সারের মূল্য বৃদ্ধির প্রভাব থেকে কৃষক সমাজকে সুরক্ষিত রাখতেই এই উদ্যোগ। 

সরকার ইতিমধ্যে সমস্ত উৎপাদক সংস্থাকে বাজারে সারের পর্যাপ্ত যোগান অব্যাহত রাখতে নির্দেশ দিয়েছে। এমনকি, বাজারে সারের যোগানের ওপর দৈনিক নজর রাখা হচ্ছে। 

ডিএপি সারের দাম বৃদ্ধির প্রেক্ষিতে সরকার ইতিমধ্যেই সমস্ত সংস্থাকে তাদের মজুত রাখা সার বিক্রির নির্দেশ দিয়েছে। এই নির্দেশে বলা হয়েছে, পুরানো দামে মজুত রাখা সার বিক্রি করতে। এদিকে, সরকার ডিএপি সহ ফসফেটিক ও পটাশিক সার উৎপাদনের কাঁচামালের দাম আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে প্রদেয় ভর্তুকির হার নিরুপনের বিষয়ে চিন্তা-ভাবনা করছে। কৃষক সমাজের উদ্বেগ দূর করতে এবং তাদের ওপর আর্থিক বোঝা কমাতে সরকার এই পদক্ষেপ নিয়েছে। বর্তমান কোভিড মহামারীর সঙ্কটজনক পরিস্থিতিতে ভারত সরকার কৃষক সমাজের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ নিচ্ছে। 

 

CG/BD/AS/


(Release ID: 1718920) Visitor Counter : 905