সারওরসায়নমন্ত্রক

প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি কেন্দ্র, বিপিপিআই এবং অন্যান্য সংস্থা সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য চিকিৎসা সামগ্রী সরবরাহের জন্য যৌথ উদ্যোগ নিচ্ছে

Posted On: 14 MAY 2021 4:41PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৪ মে, ২০২১

 

প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি কেন্দ্র(পিএমবিজেকে), ব্যুরো অফ ফার্মা পিএসইউ অফ ইন্ডিয়া (বিপিপিআই), ডিস্ট্রিবিউটার বা বিতরণকারী এবং অন্যান্য সংস্থা যৌথভাবেকোভিড ১৯ অতিমারির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে । 

১৩-ই মে পর্যন্ত দেশের ৩৬টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত জেলায় ৭,৭৩৩টি প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি কেন্দ্র পরিচালিত হচ্ছে । এই কেন্দ্রগুলির মাধ্যমে ১,৪৪৯ ধরণের ওষুধ, অস্ত্রপচারের ২০৪টি সরঞ্জাম পাওয়া যাচ্ছে  । প্রয়োজনীয় ওষুধ এবং অন্যান্য সামগ্রী যেমন – ফেসমাস্ক, স্যানিটাইজারও এইসব কেন্দ্রে পাওয়া যায় । প্রধানমন্ত্রী জনৌষধি পরিযোজনার আওতায় সেরা মানের এন৯৫ ফেস মাস্ক মাত্র ২৫ টাকায় সমস্ত প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি কেন্দ্রগুলিতে পাওয়া যাচ্ছে  । 

২০২১-২২ অর্থবর্ষের ১৩ই মে পর্যন্ত বিপিপিআই প্রায় ৮০.১৮ কোটি টাকার ওষুধ বিক্রি করেছে । এরফলে দেশের নাগরিকদের প্রায় ৫০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে । এর পাশাপাশি ওষুধ সরবরাহ ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে । বর্তমানে গুরুগ্রাম, গুয়াহাটি এবং চেন্নাইয়ে ওষুধ সঞ্চয় ও বিতরণের জন্য তিনটি আধুনিক গুদামঘর তৈরি করা হয়েছে। এছাড়াও প্রত্যন্ত ও গ্রামীণ অঞ্চলে ওষুধ সরবরাহের জন্য সারা দেশে ৩৭টি ডিস্ট্রিবিউটর নিয়োগ করা হয়েছে । 

২০২০-২১ অর্থবর্ষে কোভিড ১৯ সঙ্কটের শুরু থেকে প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনা দেশের মানুষের কাছে অত্যাবশ্যকীয় পরিষেবা প্রদান করে আসছে । প্রয়োজনীয় ওষুধ যাতে যথাযথ স্থানে পৌঁছে দেওয়া যায় তার জন্য নিরবচ্ছিন্ন পরিষেবা অব্যাহত রয়েছে । প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনার আওতায় প্রথম সারির ৩টি ব্র্যান্ডের ওষুধের গড় মূল্য সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে । কোন কোন ক্ষেত্রে জনৌষধি ওষুধের দাম বাজার মূল্যের তুলনায় ৮০-৯০ শতাংশ পর্যন্ত কম রয়েছে । ২০২০-২১ অর্থবর্ষে বিপিপিআই লকডাউন সত্ত্বেও ৬৬৫.৮৩ কোটি টাকার লেনদেন করেছে । এরফলে দেশের মানুষের প্রায় ৪০০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে । ফেসমাস্ক, হাইড্রক্সিক্লোরোকুইন-এর মতো প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত মজুতের ব্যবস্থা করেছে বিপিপিআই । প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনার আওতায় মহিলা এবং শিশু সহ সমস্ত মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে একাধিক পুষ্টিদানকারী পণ্য বিক্রিতে বিশেষ জোর দেওয়া হয়েছে । এই সমস্ত পণ্যের দাম বাজার মূল্যের চেয়ে ৫০-৯০ শতাংশ পর্যন্ত কমও রয়েছে । গত বছর লকডাউনের সময় প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি কেন্দ্র থেকে জেনেরিক ওষুধ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে । এই কেন্দ্রের ফার্মাসিস্ট বা স্বাস্থ্যকর্মীরা ‘স্বাস্থ্য কি সিপাহী’ রূপে রোগী এবং বয়স্ক ব্যক্তিদের দরজায় প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দিয়েছে । 

 

CG/SS/RAB

 


(Release ID: 1718713) Visitor Counter : 397