রেলমন্ত্রক

ভারতীয় রেলের ১০০টি অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে ত্রাণ সরবরাহ করা হয়েছে

Posted On: 12 MAY 2021 3:52PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ মে, ২০২১

 

সকল বাধা অতিক্রম করে এবং নতুন সমাধানের পথ অনুসন্ধান করে ভারতীয় রেল দেশের বিভিন্ন রাজ্যে তরল চিকিৎসা অক্সিজেন পৌঁছে দেওয়ার মাধ্যমে ত্রাণ সরবরাহের কাজ চালিয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত ভারতীয় রেল ৩৯৬টিরও বেশি ট্যাঙ্কারে প্রায় ৬ হাজার ২৬০ মেট্রিক টন তরল চিকিৎসা অক্সিজেন বিভিন্ন রাজ্যে সরবরাহ করেছে। 

গতকাল অক্সিজেন এক্সপ্রেস দেশের বিভিন্ন প্রান্তে ৮০০ মেট্রিক টন তরল চিকিৎসা অক্সিজেন সরবরাহ করেছে। এ পর্যন্ত ১০০টি অক্সিজেন এক্সপ্রেস যাত্রা সম্পূর্ণ করেছে এবং বিভিন্ন রাজ্যে ত্রাণ পৌঁছে দিয়েছে।

ভারতীয় রেল অনুরোধকারী রাজ্যগুলিকে যতটা সম্ভব কম সময়ের মধ্যে তরল অক্সিজেন পৌঁছে দেওয়ার সবরকম প্রয়াস চালিয়েছে। এই প্রয়াসের অঙ্গ হিসাবে এখনও পর্যন্ত মহারাষ্ট্রে ৪০৭ মেট্রিক টন, উত্তর প্রদেশে ১ হাজার ৬৮০ মেট্রিক টন, মধ্যপ্রদেশে ৩৬০ মেট্রিক টন, হরিয়ানায় ৯৩৯ মেট্রিক টন, তেলেঙ্গানায় ১২৩ মেট্রিক টন, রাজস্থানে ৪০ মেট্রিক টন, কর্ণাটকে ১২০ মেট্রিক টন এবং দিল্লিতে ২ হাজার ৪০৪ মেট্রিক টন তরল চিকিৎসা অক্সিজেন পৌঁছে দেওয়া হয়েছে। গত রাতে ঝাড়খন্ডের টাটানগর থেকে ১২০ মেট্রিক টন অক্সিজেন নিয়ে প্রথম অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি উত্তরাখন্ডে পৌঁছেছে। এমনকি, ওডিশার অঙ্গুল থেকে ৫৫ মেট্রিক টন অক্সিজেন নিয়ে আরও একটি অক্সিজেন এক্সপ্রেস গত রাতে পুণেতে পৌঁছেছে। আরও অক্সিজেন বোঝাই এক্সপ্রেস ট্রেনগুলি আজ রাতে নির্দিষ্ট গন্তব্যস্থলের উদ্দেশে যাত্রা শুরু করবে। 

 

CG/SS/SB


(Release ID: 1718144) Visitor Counter : 212