আদিবাসীবিষয়কমন্ত্রক

দেশ জুড়ে বন ধন যোজনা এবং ক্ষুদ্র বনজ পণ্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য প্রকল্প আরো ভালোভাবে কার্যকর করে তুলতে ১০ই মে থেকে ২৮শে মে পর্যন্ত রাজ্য ও জেলা-ভিত্তিক প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলির সমন্বয়ে ট্রাইফেড রাজ্য-ভিত্তিক ওয়েবিনারের আয়োজন করেছে

Posted On: 12 MAY 2021 12:49PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ মে, ২০২১

 

দেশ জুড়ে বন ধন যোজনা এবং ক্ষুদ্র বনজ পণ্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য প্রকল্প আরো ভালোভাবে  কার্যকর করে তুলতে  ১০ মে থেকে ২৮ মে পর্যন্ত রাজ্য ও জেলা-ভিত্তিক প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলির সমন্বয়ে ট্রাইফেড রাজ্য-ভিত্তিক ওয়েবিনারের আয়োজন করেছে । মূলত, এই দুটি কর্মসূচির বিষয়ে রাজ্য-ভিত্তিক অগ্রগতি পর্যালোচনা করা হবে এই ওয়েবিনারে। ট্রাইফেড ২৩টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে এই দুই প্রকল্প বাস্তবায়নের জন্য ৩৭ হাজার ১০৭টি বন ধন বিকাশ যোজনা কেন্দ্র এবং ২ হাজার ২২৪টি বন ধন বিকাশ যোজনা ক্লাস্টারের অনুমোদন দিয়েছে। রাজ্য-ভিত্তিক এই ওয়েবিনারে ট্রাইফেড ছাড়াও রাজ্য নিয়োজিত নোডাল সংস্থা, বন ধন যোজনা কেন্দ্র ও ক্লাস্টারের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

গত ১০ই মে মণিপুর ও নাগাল্যান্ডে এ ধরনের প্রথম ওয়েবিনারের আয়োজন করা হয়। এই ওয়েবিনারে ৭০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নিয়েছিলেন। এছাড়াও, ইউনিসেফের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। কোভিডবিধি মেনে এই ওয়েবিনার আয়োজিত হয়। মণিপুরে ৩ হাজারটি বন ধন বিকাশ কেন্দ্র এবং ২০০টি বন ধন বিকাশ ক্লাস্টার গড়ে উঠেছে। এর ফলে, প্রায় ৬০ হাজার উপজাতিভুক্ত  উদ্যোক্তা উপকৃত হয়েছেন। অন্যদিকে, নাগাল্যান্ডে ৩ হাজার ৯০টি বন ধন বিকাশ কেন্দ্র ও ২০৬টি বন ধন কেন্দ্র ক্লাস্টার গড়ে তোলা হয়েছে। এখান থেকে প্রায় ৬১ হাজার উপজাতি উদ্যোক্তা উপকৃত হয়েছেন। ক্ষুদ্র  বনজ পণ্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য প্রদান প্রকল্পে মণিপুর প্রথম স্থান দখল করেছে। এখানে ৬টি পরিকাঠামোগত কেন্দ্র  স্থাপন করা হয়েছে। নাগাল্যান্ডে ২০টি পরিকাঠামোগত কেন্দ্র  এবং ১৮টি বনজ সম্পদ সংগ্রহ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। ওয়েবিনারে মণিপুর এবং নাগাল্যান্ডের প্রতিনিধিরা দুটি প্রকল্পের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিয়েও বিস্তারিত ব্যাখ্যা দেয়। 

উপজাতি বিষয়ক মন্ত্রকের আওতাধীন ট্রাইফেড দেশের উপজাতি সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে একাধিক পদক্ষেপ নিয়েছে। এমনকি, অতিমারির সময়ও উপজাতি সম্প্রদায়ের মানুষের কাছে সহায়তাও পৌঁছে দিয়েছে। বন ধন যোজনা এবং ক্ষুদ্র  বনজ পণ্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য প্রকল্প ক্ষেত্রে উপজাতি সম্প্রদায়ের মানুষ উপকৃত হয়েছেন। তাঁদের আয় ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। এই দুই প্রকল্প দেশে উপজাতি সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রার আমূল পরিবর্তন নিয়ে এসেছে বলে  জানিয়েছে ট্রাইফেড। 

 

CG/SS/SB



(Release ID: 1717997) Visitor Counter : 114