পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক

রাষ্ট্রায়ত্ত তেল ও প্রাকৃতিক গ্যাস সংস্থাগুলি তরল অক্সিজেন পরিবহনের ক্ষেত্রে সমস্যা সমাধানে সাহায্য করেছে

Posted On: 11 MAY 2021 4:06PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ মে, ২০২১

 

ভারত সরকারের প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম মন্ত্রকের আওতাধীন রাষ্ট্রায়ত্ত তেল ও প্রাকৃতিক গ্যাস সংস্থাগুলি দায়িত্বশীল কর্পোরেট সংস্থা হিসেবে কাজ করে চলেছে । কোভিড ১৯ অতিমারির দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে । বিশেষত তরল অক্সিজেন পরিবহনের ক্ষেত্রে সমস্যাগুলির সমাধানে তারা সাহায্য করেছে ।

বর্তমানে ১২টি ট্যাঙ্কার এবং ৬৫০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন ২০টি আইএসও কন্টেনার রয়েছে । এই মাসের শেষে ধীরে ধীরে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে ২৬টি ট্যাঙ্কার এবং ১১৭টি আইএসও কন্টেনারে পৌঁছোবে। ১ হাজার ৯৪০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন ৯৫টি আইএসও কন্টেনার কেনা হয়েছে । এমনকি ৬৫০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন ৩০টি আইএসও কন্টেনার কেনার জন্য ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে ।

৪০-৫০ লিটার ক্ষমতা সম্পন্ন ১০ হাজারটি সিলিন্ডার এবং ৫-শো লিটারের দেড়শো ও চাড়ে চারশো লিটারের দেড়শোটি অর্থাৎ মোট ৩০০টি সিলিন্ডার কেনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে । এই সিলিন্ডারগুলি কেনার প্রক্রিয়া চলছে । 

এই সংস্থাগুলি বিদেশ থেকে  তরল অক্সিজেন আমদানি করে থাকে । ইতিমধ্যেই বাহরিন, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, কুয়েত এবং থাইল্যান্ড থেকে ৯০০ মেট্রিক টন তরল অক্সিজেন আমদানি করা হয়েছে । এর পাশাপাশি খুব শীঘ্রই  বাণিজ্যিক ভিত্তিতে ১২ হাজার ৮৪০ মেট্রিক টন তরল অক্সিজেন আমদানি করা হবে । এই নিয়ে তরল অক্সিজেন আমদানির পরিমাণ দাঁড়াবে মোট ১৩ হাজার ৭৪০ মেট্রিক টন ।

 

CG/SS/RAB


(Release ID: 1717775) Visitor Counter : 235