ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
সারা ভারতজুড়ে ডায়রেক্ট বেনিফিট ট্রান্সফার প্রকল্পে কৃষকদের অ্যাকাউন্টে ৪৯,৯৬৫ কোটি টাকা প্রদান
Posted On:
10 MAY 2021 5:28PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ মে, ২০২১
খাদ্য ও গণবণ্টন বিভাগের সচিব সুধাংশু পান্ডে আজ ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা-৩ এবং এক জাতি এক রেশন কার্ড প্রকল্প সম্পর্কে সাংবাদিক বৈঠক করেন।
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা-৩ সম্পর্কে তিনি সাংবাদিকদের জানান, এই প্রকল্পের মাধ্যমে গ্রাহকদের ৫ কিলোগ্রাম করে মে এবং জুন মাসে বিনামূল্যে চাল ও গম দেওয়া হচ্ছে। জাতীয় খাদ্য সুরক্ষা আইনে এই প্রকল্পের মাধ্যমে ৮০ কোটি মানুষ উপকৃত হবেন। গ্রাহকদের অন্তোদয় অন্ন যোজনা এবং প্রায়োরিটি হাউস হল্ডার্স এই দুটি বিভাগের আওতায় এই চাল ও গম দেওয়া হবে। এজন্য কেন্দ্রীয় সরকারের খরচ হবে ২৬ হাজার কোটি টাকা।
সাংবাদিক বৈঠকে শ্রী পান্ডে আরও জানান যে, ১০ মে পর্যন্ত এই প্রকল্পে ৩৪ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য ভারতীয় খাদ্য নিগম থেকে ১৫.৫৫ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য তোলা হয়েছে। এরমধ্যে ১ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ২ কোটি উপভোক্তার কাছে ইতিমধ্যেই পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
তিনি জানান, এক জাতি এক রেশন কার্ড ব্যবস্থায় বর্তমানে ৬৯ কোটি উপভোক্তা উপকৃত হয়েছেন।
তিনি বলেন, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার-এর মাধ্যমে এ পর্যন্ত ৪৯,৯৬৫ কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে।
CG/ SB
(Release ID: 1717561)
Visitor Counter : 176