অসামরিকবিমানপরিবহণমন্ত্রক

আশার উড়ান ঃ কলকাতা বিমানবন্দর থেকে চিকিৎসা সরঞ্জাম নিয়ে বিমানের নিরবচ্ছিন্ন ওঠানামা

Posted On: 09 MAY 2021 5:45PM by PIB Kolkata

নতুনদিল্লি, ৯ই  মে, ২০২১

 

দেশ, করোনা ভাইরাসের বিরুদ্ধে কঠিন একটি লড়াই-এ সামিল হয়েছে। এই সঙ্কটে টিকা, অক্সিজেন কনসেনট্রেটর, অক্সিমিটার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রীর সরবরাহ অব্যাহত রাখা অত্যন্ত জরুরী। বিভিন্ন শহর ও রাজ্যে  এই সব সামগ্রীর সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার জন্য অসামরিক বিমান চলাচল মন্ত্রক,  বিমানবন্দর, বিমান সংস্থা  এবং তাদের করোনা যোদ্ধারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কোভিড ১৯ এর বিরুদ্ধে এই লড়াই-এ কলকাতা বিমানবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখান থেকে  টিকা এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম পরিবহণের বিস্তারিত বিবরণ নীচে দেওয়া হলঃ-    

২৬ এপ্রিল –  
•          পুণে থেকে ৫০ বাক্স কোভিড টিকা (কোভিশিল্ড) এসেছে।
•          উত্তর – পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় ও পোর্টব্লেয়ারে ৩৮ বাক্স কোভিড টিকা (কোভিশিল্ড) পাঠানো হয়েছে।
২৮ এপ্রিল-
•          সিকিমে কোভিড – ১৯ -এর  পাঁচ বাক্স টিকা পাঠানো হয়েছে।
•          পুণে বিমানবন্দর থেকে কলকাতা বিমানবন্দরে ৮৫ বাক্স কোভিশিল্ড টিকা এসেছে এবং তা স্বাস্থ্য দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।
•          দোহা থেকে কাতার বিমান ১৬৯টি অক্সিজেন কনসেনট্রেটর নিয়ে কলকাতা বিমানবন্দরে পৌঁছেছে।   
৩০  এপ্রিল –  
•          নয় বাক্স কোভিশিল্ড টিকা (২৬০ কেজি) আইজলে পাঠানো হয়েছে।
•          ৫০ বাক্স অক্সিজেন কনসেনট্রেটর (১২৯০ কেজি) কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছে।
১  মে –
•          দেশের বিভিন্ন প্রান্তে অক্সিজেন কনসেনট্রেটর পাঠানো হয়েছে।
২ মে –
•          কলকাতা বিমানবন্দরে ভলগা নিপার বিমান ১২টি অক্সিজেন কন্টেনার (প্রতিটির ওজন ৮.২ মেট্রিকটন) নিয়ে এসেছে। এই কন্টেনারগুলি চিকিৎসার জন্য  ব্যবহৃত তরল অক্সিজেন পরিবহণের কাজে লাগানো হবে।  
•          দেশের বিভিন্ন প্রান্তে ৩০টি অক্সিজেন কন্টেনার পাঠানো হয়েছে।
৩ মে –
•          আগরতলায় ১৩ বাক্স কোভিড টিকা (৪১৬ কেজি) পাঠানো হয়েছে।
•          কলকাতা বিমানবন্দরে ৪৩০ বাক্স অক্সিজেন কনসেনট্রেটর (৯৫০২ কেজি) পাঠানো হয়েছে।
৪ মে –
•          গুয়াহাটি, ইম্ফল ও আইজলে – প্রত্যেকটি জায়গায় সাত বাক্স করে কোভিড টিকা পাঠানো হয়েছে।
•          কলকাতা বিমান বন্দরে হংকং থেকে ৫০ প্যাকেজ অক্সিমিটার ও ২৫২ প্যাকেজ অক্সিজেন কনসেনট্রেটর এসে পৌঁছেছে।    
৫ মে –
•          কলকাতা বিমানবন্দরে হায়দ্রাবাদ থেকে ২১ বাক্স কোভ্যাক্সিন (৫৬৪ কেজি) এসে পৌঁছেছে।
•          পুণে বিমানবন্দর থেকে ৪৩ বাক্স (১৩৭৬ কেজি) কোভিশিল্ড টিকা এসেছে এবং তা জনস্বাস্থ্য দপ্তরের কাছে পাঠানো হয়েছে। 

৬ মে –
•    ১২৪টি অক্সিজেন কনসেন্ট্রেটর ( ২৬৫৪ কেজি) কলকাতা বিমানবন্দর থেকে ভারতের নানা শহরে পাঠানো হচ্ছে। 
•     কোলকাতা বিমানবন্দরে অক্সিজেন কনসেন্ট্রেটরের ৪৩০টি প্যাকেজ (৮৯২৪ কেজি) এসে পৌচেছে 
৭ মে-   
•    ভারতীয় বিমান বাহিনী কলকাতা বিমানবন্দরে ৭৫টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে এল 
•    দুটি বিমান সংস্থা ৩৮০টি অক্সিজেন কনসেনট্রেটর নিয়ে কলকাতা বিমানবন্দরে পৌচেছে 
•    দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে ৩২৪টি অক্সিজেন কনসেনট্রেটর ( ২৪৪২ কেজি) এসে পৌচেছে।  এসে পৌছানোর পর ৩০ মিনিটের মধ্যে তা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।  
•    মুম্বাই থেকে ১৭ বাক্স কোভিশিল্ড ( ৫৪৪ কেজি) কলকাতা বিমানবন্দরে পৌছানোর পর সেগুলি রাজ্য স্বাস্থ্য দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। 
•    কলকাতা বিমানবন্দর হয়ে গুয়াহাটিতে ৯ বাক্স কোভিশিল্ড টিকা (২৮৮ কেজি) পাঠানো হয়েছে । 

আমাদের কোভিড যোদ্ধাদের জন্যই পুরো প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং  সামনের সারিতে থাকা কর্মীরা এই সব চিকিৎসা-সামগ্রী দ্রুততার সঙ্গে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিয়েছে ।

 
SDG/CB/



(Release ID: 1717339) Visitor Counter : 252