বিদ্যুৎমন্ত্রক

এনএইচপিসি বৃহৎ আকারে কোভিড টিকাদান কর্মসূচি পরিচালনা করেছে

Posted On: 08 MAY 2021 8:58AM by PIB Kolkata

নতুন দিল্লি,  ০৮ মে, ২০২১

 

বিদ্যুৎ ও নতুন এবং পুনর্নবিকীরণ শক্তি মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত, দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী আর কে সিং-এর নির্দেশ অনুসারে ভারত সরকারের আওতাধীন রাষ্ট্রায়ত্ত সংস্থা এনএইচপিসি লিমিটেড বিদ্যুৎ মন্ত্রক ও মন্ত্রকের আওতাধীন একাধিক কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থার দিল্লি/জাতীয় রাজধানী অঞ্চলের কর্মীদের জন্য বৃহৎ আকারে টিকাদান কর্মসূচি পরিচালনা করেছে। ২৪ ঘণ্টায় বিদ্যুৎ সরবরাহ ক্ষেত্রে যাতে কোনো বাধা সৃষ্টি না হয় সে জন্য কর্মীদের স্বাস্থ্য নিরপত্তার উদ্দেশ্যেই এই টিকাদান কর্মসূচির পরিচালনা করা হয়েছে।

এনএইচপিসি গতকাল নতুন দিল্লির অ্যাপেলো হাসপাতালের সহযোগিতায় নতুন দিল্লির আইআরইডিএ-তে এক টিকাদান কর্মসূচির আয়োজন করে। বিদ্যুৎ মন্ত্রক, এনএইচপিসি, আইআরইডিএ, পিএফসি, এনএসপিসিএল, এনটিপিসি, এমএনআরই, এনইইপিসিও এবং সিইএ সংস্থার ১৮ থেকে ৪৪ বছর বয়সী ১১৭ জন কর্মীকে কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদান করা হয়। এই টিকাদান কর্মসূচির মাধ্যমে যাতে আরও বেশি কর্মী টিকা গ্রহণ করতে পারেন তাই এর সময়সীমা আজ পর্যন্ত বাড়ানো হয়েছে।

 

SC/SS/SKD/



(Release ID: 1717008) Visitor Counter : 166