স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারত সরকার আন্তর্জাতিক ক্ষেত্র থেকে প্রাপ্ত কোভিড-১৯ সংক্রান্ত সামগ্রী রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে সরবরাহ করছে

Posted On: 07 MAY 2021 6:25PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৭ মে,২০২১

 

সারা বিশ্বজুড়ে করোনা অতিমারির বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ের ক্ষেত্রে ভারত সরকার আন্তর্জাতিক পর্যায় থেকে ত্রাণ সামগ্রী পেতে শুরু করেছে। চিকিৎসা সংক্রান্ত এবং যন্ত্রপাতি মিলিয়ে গত ২৭ এপ্রিল পর্যন্ত ভারত সরকার বিভিন্ন দেশ এবং সংস্থার কাছ থেকে নানান সামগ্রী গ্রহণ করেছে।

করোনা মোকাবিলায় ভারত সরকার সারা বিশ্বের মধ্যে  পুরোভাগে রয়েছে।

এ পর্যন্ত ২৯৩৩ অক্সিজেন কনসেনট্রেটরস, ২৪২৯ টি অক্সিজেন সিলিন্ডার, ১৩ টি অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট, ২৯৫১ টি ভেন্টিলেটরস/ বাইপ্যাপ/ সিপ্যাপ/ থ্রি- এলের বেশি রেমডেসিভির সরবরাহ করা হয়েছে।

২০২১ সালের ৬ মে পর্যন্ত বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত প্রধান সামগ্রী গুলির মধ্যে রয়েছে- 

১) নিউজিল্যান্ড- অক্সিজেন কনসেনট্রেটর- ১২ টি ইউনিটের ৬ টি প্যালেট (৭২)।

২) ইউকে- ২০ প্যালেটে প্যাক করা সিলিন্ডার, ৪৬.৬ লিটার (৩৭৫)।

৩) জার্মানি- মোবাইল অক্সিজেন প্ল্যান্ট।

৪) নেদারল্যান্ডস- ৪৫০ টি ভেন্টিলেটর।

একশ টি অক্সিজেন কনসেনট্রেটর।

দিল্লির সফদরজং হাসপাতালের মেডিকেল সুপার অধ্যাপক এসভি আর্য, করোনা চিকিৎসায় বিদেশ থেকে পাঠানো এইসব চিকিৎসা সামগ্রী গ্রহণের কথা জানিয়েছেন।

নাগপুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সেসের অধ্যাপক অমল দুবে সময় মত অক্সিজেন কনসেনট্রেটরস সরবরাহ করে করোনা রোগীদের সাহায্য করার জন্য আন্তর্জাতিক দাতাদের ধন্যবাদ জানিয়েছেন।

করোনা চিকিৎসায় বিদেশ থেকে পাঠানো চিকিৎসা সামগ্রী গ্রহণের বিষয়ে  কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। গত ২৬ এপ্রিল থেকে এই কমিটি কার্যকর ভূমিকা গ্রহণ করেছে।

 

SB/ SDG



(Release ID: 1716955) Visitor Counter : 186