স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতীয় শুল্ক দপ্তরে কোনো অক্সিজেন কনসেনট্রেটর পড়ে নেই
Posted On:
06 MAY 2021 12:16PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৬ মে, ২০২১
কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে শুল্ক দপ্তরের ছাড়পত্র না পাওয়ার জন্য অক্সিজেন কনসেনট্রেটর গুদামে পড়ে রয়েছে। এই সংবাদ সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর।
অপ্রত্যক্ষ কর ও শুল্ক দপ্তরের কেন্দ্রীয় পর্ষদ (সিবিআইসি) স্পষ্টভাবে জানিয়েছে যে এই ধরণের কোনো অক্সিজেন কনসেনট্রেটর ভারতীয় শুল্ক দপ্তরে পড়ে নেই। ভারতীয় শুল্ক দপ্তর দ্রুত এই ধরণের চালানে ছাড়পত্র দিয়েছে এবং আমদানি করা এই অক্সিজেন কনসেনট্রেটর কোনো বন্দরেই আটকে নেই।
ভারত সরকার এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাহায্যের অঙ্গ হিসেবে একাধিক দেশ ৩০০০ অক্সিজেন কনসেনট্রেটর পাঠিয়েছে। এর মধ্যে মরিশাস থেকে ২০০টি, রাশিয়া থেকে ২০টি, ব্রিটেন থেকে চার দফায় মোট ৬৬৯টি, রোমানিয়া থেকে ৮০টি, আয়ারল্যান্ড থেকে ৭০০টি, থাইল্যান্ড থেকে ৩০টি, চীন থেকে ১০০০টি এবং উজবেকিস্তান থেকে ১৫১টি অক্সিজেন কনসেনট্রেটর এসেছে। এর পাশাপাশি তাইওয়ান ১৫০টি অক্সিজেন কনসেনট্রেটর পাঠিয়েছে। এই অক্সিজেন কনসেনট্রেটরগুলি ইতিমধ্যেই সুনির্দিষ্ট স্বাস্থ্য পরিষেবা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। এমনকি ত্রাণ সামগ্রীগুলিও সড়ক ও বিমান পথে প্রেরণ করা হয়েছে। এটি স্পষ্ট করে জানানো হয়েছে যে কোনো অক্সিজেন কনসেনট্রেটর শুল্ক দপ্তরের গুদাম ঘরে পড়ে নেই।
ভারতীয় শুল্ক দপ্তর অক্সিজেন ও অক্সিজেন সংক্রান্ত সরঞ্জাম সহ কোভিড মোকাবিলা সামগ্রী আমদানি করার বিষয়টিকে গুরুত্ব সহকারে বিচার করেছে। এই দপ্তরের কর্মীরা ২৪ ঘণ্টাই সজাগ রয়েছেন। অন্যান্য সামগ্রীর তুলনায় এই ধরণের সামগ্রী যাতে দ্রুত ছাড়পত্র পায় তা অগ্রাধিকার ভিত্তিতে দেখা হচ্ছে। নোডাল আধিকারিক সর্বক্ষণ এবিষয়ে পর্যবেক্ষণ চালাচ্ছেন। সম্প্রতি আমদানি করা ৩০০০ অক্সিজেন কনসেনট্রেটর শুল্ক কর্তৃপক্ষের ছাড়পত্র না পেয়ে পড়ে আছে বলে দিল্লি হাইকোর্টে একটি মামলা ওঠে। এক্ষেত্রেও সরকারি কৌশলীর পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে যে শুল্ক কর্তৃপক্ষের হাতে কোনো আমদানিকৃত কনসেনট্রেটর আটকে নেই।
৩০০০ অক্সিজেন কনসেনট্রেটর শুল্ক দপ্তরের কাছে পড়ে রয়েছে বলে এমন সংবাদ সোশাল মিডিয়ায় প্রকাশিত হলে তার প্রতিক্রিয়ায় গত তেসরা মে অর্থমন্ত্রক একটি বিবৃতি জারি করে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে।
SC/SS/SKD/
(Release ID: 1716627)
Visitor Counter : 228