নির্বাচনকমিশন
মহামারীর প্রেক্ষিতে নির্বাচন কমিশনের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংসদীয় ও বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত
Posted On:
05 MAY 2021 8:05PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৫ মে, ২০২১
দাদরা ও নগর হাভেলি, মধ্যপ্রদেশের খান্ডোয়া এবং হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রে সাংসদের পদ শূন্য রয়েছে। এছাড়াও, হরিয়ানার কালকা ও এলেনাবাদ, রাজস্থানের বল্লভনগর, কর্ণাটকের সিংডি, মেঘালয়ের রাজাবালা ও মাওরিংকনেং, হিমাচল প্রদেশের ফতেহপুর এবং অন্ধ্রপ্রদেশের বাদভেল বিধানসভা কেন্দ্রের বিধায়ক পদও শূন্য রয়েছে। আরও কয়েকটি আসন শূন্য আছে যেগুলির বিষয়ে বিজ্ঞপ্তি এখনও এসে পৌঁছয়নি।
১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ১৫১এ ধারা অনুসারে শূন্য পদে উপ-নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিকে নির্বাচিত করতে হবে। এক্ষেত্রে যেদিন থেকে ওই পদ শূন্য হবে, তার ছয় মাসের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট পদটির মেয়াদ এক বছর বা তার বেশি বাকি থাকতে হবে।
কমিশন আজ পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে, দেশজুড়ে কোভিড-১৯ মহামারীর দ্বিতীয় ঢেউয়ের কারণে এই মুহূর্তে নির্বাচন আয়োজন করা যথাযথ হবে না। পরিস্থিতির উন্নতি হলেই উপ-নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
সংশ্লিষ্ট রাজ্যগুলি থেকে তথ্য পাওয়ার পর এবং জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ / রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের থেকে মহামারীর বিষয়ে ধারণা পাওয়ার পর এ ব্যাপারে নির্বাচন কমিশন ভবিষ্যতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
SDG/CB/DM/
(Release ID: 1716384)
Visitor Counter : 224