স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড-১৯ টিকাকরণ সংক্রান্ত সর্বশেষ তথ্য

কো-উইন ডিজিটাল প্ল্যাটফর্মে কোনও কারিগরি সমস্যা ছাড়াই প্রথম দিন যোগ্য টিকা গ্রহীতাদের নাম নথিভুক্তিকরণের প্রক্রিয়া শুরু
৮০ লক্ষেরও বেশি ব্যক্তির নাম নথিভুক্ত

Posted On: 28 APR 2021 9:15PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ এপ্রিল, ২০২১

 

কোভিড মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ভারত সরকারের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের কৌশল হিসেবে টিকাকরণ একটি গুরুত্বপূর্ণ উপাদান। আগামী ১ মে থেকে কোভিড-১৯ টিকাকরণের তৃতীয় পর্যায়ের সূচনা হচ্ছে। আজ বিকেল ৪টে থেকেই যোগ্য ব্যক্তিদের নাম নথিভুক্তিকরণ শুরু হয়েছে। যোগ্য ব্যক্তিরা টিকাকরণের জন্য কো-উইন পোর্টাল (cowin.gov.in) অথবা আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমে সরাসরি নাম নথিভুক্ত করতে পারেন। 

কো-উইন প্ল্যাটফর্মে নাম নথিভুক্তির ক্ষেত্রে এক বিশেষ ধরনের প্রযুক্তির ব্যবহার করা হয়েছে যা অনেক বেশি নির্ভরযোগ্য এবং কার্যকর। যোগ্য ব্যক্তিরা যে কোনও দিন যে কোনও সময়ে টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করতে পারেন। টিকাকরণের তৃতীয় পর্যায়ে বিপুল সংখ্যক মানুষের নাম নথিভুক্তিকরণের বিষয়টিকে বিবেচনায় রেখে পোর্টালের সার্ভার এবং অন্যান্য প্রযুক্তিগত দিকগুলির মানোন্নয়ন করা হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে সহজেই নাগরিক-কেন্দ্রিক পরিষেবা পৌঁছে দিতে সরকার আগাম পরিকল্পনা গ্রহণ করেছে। 

এদিকে সংবাদমাধ্যমের কয়েকটি প্রতিবেদনে আজ বলা হয়েছে যে, কো-উইন প্ল্যাটফর্ম একাধিকবার নাম নথিভুক্তিকরণের সময় যথাযথ কাজ করেনি। প্রতিবেদনে আরও বলা হয়, প্ল্যাটফর্মের সার্ভার ক্যাপাসিটির ওপর অতিরিক্ত চাপ পড়ার কারণেই এই বিপত্তি দেখা দেয়। সংবাদমাধ্যমের এই খবরের প্রেক্ষিতে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে কোনরকম বিপত্তি ছাড়াই যথাযথভাবে প্ল্যাটফর্মে নাম নথিভুক্তিকরণের কাজ চলছে। তৃতীয় পর্যায়ের টিকাকরণে ১৮-৪৪ বছর বয়সী ব্যক্তিরা কো-উইন প্ল্যাটফর্মে নাম নথিভুক্ত করছেন। নাম নথিভুক্তিকরণ শুরু হওয়ার সময় থেকে ৩ ঘন্টার (সন্ধ্যা ৭টা পর্যন্ত) মধ্যেই ৮০ লক্ষের বেশি মানুষ নাম নথিভুক্ত করেছেন। এমনকি, নাম নথিভুক্তিকরণের পর এই পোর্টালের মাধ্যমে এখনও পর্যন্ত ১ কোটি ৪৫ লক্ষের বেশি এসএমএস রেজিস্টার্ড নম্বরে পাঠানো হয়েছে। এই সমস্ত পরিসংখ্যান থেকে এটা নিশ্চিতভাবে বলা যায় যে কো-উইন প্ল্যাটফর্মে কোনরকম কারিগরি বিপত্তি হয়নি এবং তা সুষ্ঠুভাবে কাজ করেছে। এমনকি, প্রতি সেকেন্ডে ৫৫ হাজারের বেশি ব্যক্তি এই প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ স্থাপন সত্ত্বেও সার্ভারে কোনও বিপত্তি দেখা দেয়নি। টিকাকরণ, নাম নথিভুক্তিকরণ প্রভৃতি সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য কো-উইন প্ল্যাটফর্মের ড্যাশবোর্ড দেখা যেতে পারে।

 

SC/BD/DM/



(Release ID: 1714839) Visitor Counter : 230