রেলমন্ত্রক
রেল ৯টি রেল স্টেশনে ২৬৭০টি কোভিড কেয়ার শয্যার ব্যবস্থা করেছে
प्रविष्टि तिथि:
26 APR 2021 6:12PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৬ এপ্রিল, ২০২১
রাজ্য সরকারগুলির চাহিদা মেটানোর জন্য কোভিড মহামারীর দ্বিতীয় ঢেউ সামাল দিতে রেল মন্ত্রক কোভিড কেয়ার কোচের ব্যবস্থা করেছে। দেশের বিভিন্ন প্রান্তে এধরণের ৪,০০০ কোচের ব্যবস্থা করা হয়েছে, যেখানে ৬৪,০০০ শয্যা রয়েছে। বর্তমানে কোভিড সংক্রমিতরা এই ব্যবস্থার সুযোগ নিচ্ছেন।
দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে ৯টি বড় স্টেশনে এই কোচগুলিতে কোভিড সংক্রমিতরা রয়েছেন। দিল্লিতে রাজ্য সরকারের পরামর্শক্রমে শকুরবস্তি এবং আনন্দবিহার স্টেশনে, মধ্যপ্রদেশের ভোপালে, মহারাষ্ট্রের নান্দুবারে, উত্তরপ্রদেশের ফৈজাবাদ, ভাদোহী, বারাণসী, বরেলি এবং নাজিবাবাদ স্টেশনে এই কোচগুলি রয়েছে।
SDG/CB/SKD/
(रिलीज़ आईडी: 1714245)
आगंतुक पटल : 201