প্রতিরক্ষামন্ত্রক

নতুন করে কোভিড-১৯-এর সংক্রমণ বৃদ্ধির পরিস্থিতিতে ভারতীয় বিমান বাহিনী অক্সিজেন কন্টেনার, অত্যাবশ্যক ওষুধ সহ অন্যান্য চিকিৎসা সরঞ্জাম পরিবহণ করছে

प्रविष्टि तिथि: 23 APR 2021 5:26PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ এপ্রিল, ২০২১

 

দেশে নতুন করে কোভিড-১৯-এর সংক্রমণ বাড়ছে। পরিস্থিতির মোকাবিলার জন্য নতুন নতুন কোভিড হাসপাতাল তৈরি এবং যে সব কোভিড হাসপাতাল রয়েছে, সেগুলিতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধার জন্য নানা সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। এই কাজে ভারতীয় বিমান বাহিনী বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। অক্সিজেন কন্টেনার, সিলিন্ডার, অত্যাবশ্যক ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বিমান বাহিনীর বিমান এবং হেলিকপ্টারগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। একাজে সি-১৭, সি-১৩০জে, আইএল-৭৬, এএন-৩২ এবং অভ্র বিমানের পাশাপাশি চিনুক ও এমআই-১৭ হেলিকপ্টারকে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে, এখনই হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে না। কোচি, মুম্বাই, বিশাখাপত্তনম এবং ব্যাঙ্গালোর থেকে চিকিৎসক ও নার্সদের দিল্লির বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সি-১৭ এবং আইএল-৭৬ বিমানে বড় বড় অক্সিজেন ট্যাঙ্কার নিয়ে যাওয়া হচ্ছে। এই সব ফাঁকা ট্যাঙ্কারগুলি বিমানে করে অক্সিজেন উৎপাদন কেন্দ্রে নিয়ে যাওয়ার ফলে যেখানে অক্সিজেনের চাহিদা বেশি, সেখানে তা দ্রুত পাঠানো সম্ভব হচ্ছে। এছাড়াও লে-তে কোভিড নমুনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বিপুল পরিমাণে এই বিমানগুলি নিয়ে গেছে। ভারতীয় বিমান বাহিনী খুব স্বল্প সময়ের মধ্যে একাজ করছে।  

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০-তে দেশে যখন সদ্য কোভিডের সংক্রমণ হচ্ছিল, সেই সময় পরিস্থিতির মোকাবিলা করতে বিমান বাহিনী একই ভূমিকা নিয়েছিল। এছাড়াও বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে আনার ক্ষেত্রেও বিমান বাহিনী উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।  

 

CG/CB/AS/


(रिलीज़ आईडी: 1713673) आगंतुक पटल : 271
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Tamil , Telugu , Malayalam