পর্যটনমন্ত্রক

আতিথেয়তা ও পর্যটন শিল্পকে শক্তিশালী করতে পর্যটন মন্ত্রক অনলাইন ভ্রমণ সংস্থা গুলির সাথে সমঝোতা পত্রে স্বাক্ষর করেছে

Posted On: 16 APR 2021 1:14PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৬ এপ্রিল, ২০২১

 

করোনা অতিমারির সময় আতিথেয়তা ও পর্যটন শিল্পকে শক্তিশালী করার লক্ষ্যে পর্যটন মন্ত্রক ১৫ এপ্রিল, ২০২১ ক্লিয়ার ট্রিপ এবং ইজি মাই ট্রিপের সাথে একটি সমঝোতা পত্রে স্বাক্ষর করেছে।

এই সমঝোতা পত্র স্বাক্ষর অনুষ্ঠানে পর্যটন মন্ত্রকের যুগ্ম সচিব শ্রী রাকেশ কুমার ভার্মার উপস্থিতিতে সম্পাদিত হয়েছে।

পর্যটন মন্ত্রক এবং অনলাইন ট্রাভেল সংস্থাগুলির মধ্যে সমঝোতা চুক্তির মাধ্যমে বিশেষ বিশেষ অঞ্চলগুলিতে পর্যটনের বিকাশের জন্য কৌশল এবং প্রযুক্তিগত সহায়তার সুযোগ পাবে। এর ফলে আশা করা যায় যে, এই জাতীয় সমঝোতা চুক্তির ফলে আতিথেয়তার পাশাপাশি পর্যটন শিল্পকে আরো শক্তিশালী করা সম্ভব হবে।  

 

CG/ SB



(Release ID: 1712349) Visitor Counter : 154