মানবসম্পদবিকাশমন্ত্রক
সিবিএসই –র দশম ও দ্বাদশ শ্রেণী পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত
Posted On:
14 APR 2021 1:55PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪ই এপ্রিল, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে আজ পরীক্ষা সংক্রান্ত বিষয়ে পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে কোভিড – ১৯ এ উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষিতে এই বৈঠক। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, প্রধানমন্ত্রীর প্রধান সচিব, ক্যাবিনেট সচিব, বিদ্যালয় ও উচ্চশিক্ষা দপ্তরের সচিবরা ছাড়াও উচ্চপদস্থ আধিকারিকরা এই বৈঠকে যোগ দেন।
প্রধানমন্ত্রী আবারও জোর দিয়ে বলেছেন, ছাত্র – ছাত্রীদের কল্যাণের দিকটি রক্ষা করতে তাঁর সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি জানিয়েছেন, ছাত্র – ছাত্রীদের স্বার্থ যাতে সুরক্ষিত হয়, সেবিষয়টি সরকার বিবেচনা করে থাকে। একই সঙ্গে ছাত্র – ছাত্রীদের স্বাস্থ্য ও শিক্ষা সংক্রান্ত স্বার্থ যাতে ক্ষতিগ্রস্থ না হয়, সেই বিষয়গুলিকেও বিবেচনায় রাখার হয়।
দশম ও দ্বাদশ শ্রেণী পর্ষদের পরীক্ষা আগামী মাস থেকে হওয়ার কথা ছিল। সিবিএসই, চৌঠা মে থেকে এই পরীক্ষাগুলি নেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু দেশের অনেক রাজ্যে কোভিড – ১৯ এর সংক্রমণ যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে। কয়েকটি রাজ্যের পরিস্থিতি অন্য রাজ্যের থেকে আলাদা। এই পরিস্থিতিতে ১১টি রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্য শিক্ষা পর্ষদগুলির সঙ্গে সিবিএসই –র চারিত্রিক পার্থক্য রয়েছে। সর্বভারতীয় এই সংস্থাকে দেশজুড়ে একই সময়ে পরীক্ষা নিতে হয়। বর্তমানে মহামারির পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যে স্কুল বন্ধ। ছাত্র – ছাত্রীদের সুরক্ষা ও কল্যাণের দিকটি বিবেচনা করে নিম্নলিখিত সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছেঃ-
১) দ্বাদশ শ্রেণীর পর্ষদের পরীক্ষা চৌঠা মে থেকে ১৪ই জুন পর্যন্ত হওয়ার কথা ছিল। এই পরীক্ষা পিছিয়ে দেওয়া হল। পর্ষদ, পয়লা জুন পরিস্থিতির পর্যালোচনা করবে। এর পর পরিস্থিতি অনুসারে সিদ্ধান্ত নেওয়া হবে। পরীক্ষা শুরুর ১৫ দিন আগে এসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
২) দশম শ্রেণীর পর্ষদের পরীক্ষা চৌঠা মে থেকে ১৪ই জুন পর্যন্ত হওয়ার কথা ছিল। সেই পরীক্ষা বাতিল করা হল। দশম শ্রেণীর পরীক্ষার ফলাফল, পর্ষদ, একটি ব্যবস্থার মাধ্যমে নির্ধারণ করবে। তবে, এই ব্যবস্থায় কোনো ছাত্র বা ছাত্রী তার প্রাপ্ত নম্বরের বিষয়ে সন্তুষ্ট না হলে পরবর্তীতে যখন পরীক্ষার দেওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হবে, তখন তাদের পরীক্ষা নেওয়া হবে।
CG/CB/SFS
(Release ID: 1711863)
Visitor Counter : 301