অর্থমন্ত্রক
২০২০-২১ অর্থবর্ষে পাবলিক ইস্যু এবং রাইটস ইস্যু উভয় ক্ষেত্রে তহবিল সংগ্রহের পরিমাণ যথাক্রমে ১১৫% এবং ১৫% বেড়েছে
২০২০-২১ অর্থবর্ষে কর্পোরেট বাজারে বন্ড ইস্যুর সংখ্যা ১০% বেড়েছে
২০২০-২১ অর্থবর্ষে মিউচ্যুয়াল ফান্ড স্কিমে স্বতন্ত্র বিনিয়োগকারীদের সংখ্যায় ১০% বৃদ্ধি
Posted On:
14 APR 2021 10:02AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ এপ্রিল, ২০২১
কোভিড-১৯ মহামারীজনিত অনিশ্চয়তা সত্ত্বেও ২০২০-২১ অর্থবর্ষে পাবলিক ইস্যু এবং রাইটস ইস্যু উভয় ক্ষেত্রেই তহবিল সংগ্রহের পরিমাণ ২০১৯-২০ অর্থবর্ষের তুলনায় বেড়েছে। ২০২০-২১ অর্থবর্ষে পাবলিক ইস্যুর মাধ্যমে ৪৬,০২৯ কোটি ৭১ লক্ষ টাকা এবং রাইটস ইস্যুর মারফৎ ৬৪,০৫৮ কোটি ৬১ লক্ষ টাকা সংগৃহীত হয়েছে। গত অর্থবর্ষে পাবলিক ইস্যু এবং রাইটস ইস্যু উভয় ক্ষেত্রে তহবিল সংগ্রহের পরিমাণ ছিল যথাক্রমে ২১,৩৮২ কোটি ৩৫ লক্ষ টাকা এবং ৫৫,৬৬৯ কোটি ৭৯ লক্ষ টাকা। এই পরিসংখ্যান থেকে পাবলিক ইস্যু এবং রাইটস ইস্যু উভয় ক্ষেত্রে গত অর্থবর্ষের তুলনায় ২০২০-২১ অর্থবর্ষে বৃদ্ধির পরিমাণ যথাক্রমে ১১৫ শতাংশ এবং ১৫ শতাংশ।
কর্পোরেট বন্ড বাজার
একইভাবে, ২০২০-২১ অর্থবর্ষে ২,০০৩টি কর্পোরেট বন্ড ইস্যুর মাধ্যমে ৭,৮২,৪২৭ কোটি ৩৯ লক্ষ টাকা সংগৃহীত হয়েছে। উল্লেখ করা যেতে পারে, ২০১৯-২০ রাজস্ব বর্ষে ১,৮২১টি বন্ড জারির মাধ্যমে ৬,৮৯,৬৮৬ কোটি ১৯ লক্ষ টাকা সংগৃহীত হয়েছিল। এর ফলে গত অর্থবর্ষের তুলনায় ২০২০-২১-এ বন্ড জারির সংখ্যা ১০ শতাংশ এবং জারি করা বন্ড থেকে সংগ্রহের পরিমাণ গতবারের তুলনায় ১৩.৫ শতাংশ বেড়েছে।
মিউচ্যুয়াল ফান্ড
মহামারীর মতো অপ্রত্যাশিত প্রতিকূল প্রভাব কাটিয়ে উঠে ভারতীয় মূলধনী বাজার তার বুনিয়াদি সক্ষমতার প্রমাণ রেখেছে। ২০২০-র ৩১ মার্চ থেকে ২০২১-এর ৩১ মার্চ পর্যন্ত মিউচ্যুয়াল ফান্ড ক্ষেত্রে অ্যাসেট ম্যানেজমেন্টের পরিমাণ ২২ লক্ষ ২৬ হাজার কোটি টাকা থেকে ৪১ শতাংশ বেড়ে ৩১ লক্ষ ৪৩ হাজার টাকা হয়েছে। অন্যদিকে, আলোচ্য সময়ে মিউচ্যুয়াল ফান্ড স্কিমগুলিতে স্বতন্ত্র বিনিয়োগকারীদের সংখ্যাও ২ কোটি ৮ লক্ষ থেকে ১০ শতাংশ বেড়ে এবার ২ কোটি ২৮ লক্ষ হয়েছে। মিউচ্যুয়াল ফান্ড ক্ষেত্রে বিনিয়োগকারীরা তাঁদের পছন্দমতো ১,৭৩৫টি মিউচ্যুয়াল ফান্ডের যে কোনও ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন।
CG/BD/DM/
(Release ID: 1711855)
Visitor Counter : 172