কর্পোরেটবিষয়সংক্রান্তমন্ত্রক

কমপিটিশন কমিশন অফ ইন্ডিয়া (সাধারণ) বিধি 2009-এর 35 বিধি অনুযায়ী প্রচলিত গোপনীয়তা ব্যবস্থা পর্যালোচনা এবং প্রস্তাবিত ব্যবস্থা বিষয়ে জনসাধারণের মন্তব্য আহ্বান

Posted On: 13 APR 2021 2:27PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৩ ,এপ্রিল ২০২১

 

লব্ধ অভিজ্ঞতা এবং কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (সাধারণ) বিধি ২০০৯-এর ৩৫ বিধি অনুয়াযী চলতি গোপনীয় ব্যবস্থা বলবৎ করায় অসুবিধার পরিপ্রেক্ষিতে কমিপিটিশন কমিশন অফ ইন্ডিয়া (সিসিআই) প্রচলিত ব্যবস্থা পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে । 

সেই জন্য জনসাধারণের জন্য একটি গোপনীয়তা চক্র স্থাপন করার জন্য বিস্তারিত খসড়া প্রস্তাব, তার সঙ্গে সাধারণ বিধিসমূহের অন্তর্গত সংশোধিত ৩৫ নম্বর বিধির খসড়া দেওয়া হয়েছে সিসিআই-এর ওয়েবসাইট www.cci.gov.in-এ । জনসাধারণের কাছ থেকে মন্তব্য চাওয়া হয়েছে এবং তা পাঠানো যাবে ২০২১-এর ১২-ই মে-র মধ্যে atdregistry@cci.gov.in –ইমেলে । 

 

CG/AP/NR



(Release ID: 1711622) Visitor Counter : 177