নীতিআয়োগ

পুষ্টি বিষয়ক তথ্য প্রদানের লক্ষ্যে নীতি আয়োগ "পোষণ জ্ঞান" নামে একটি ডিজিটাল তথ্য ভাণ্ডারের সূচনা করেছে

Posted On: 13 APR 2021 4:17PM by PIB Kolkata

নতুন দিল্লী ১৩ই এপ্রিল ২০২১

 

বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং অশোকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জের সঙ্গে অংশীদারিত্বে,নীতি আয়োগ আজ "পোষণ জ্ঞান" নামে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক একটি জাতীয় ডিজিটাল তথ্য ভাণ্ডারের সূচনা করেছে।


উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন নীতি আয়োগের সহ সভাপতি ড:রাজীব কুমার,মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রী অমিতাভ কান্ত,নারী ও শিশু বিকাশ মন্ত্রকের সচিব শ্রী রাম মোহন মিশ্র এবং অতিরিক্ত সচিব ড:রাকেশ সারওয়াল প্রমুখ।


ওয়েবসাইটটি সূচনা করে নীতি আয়োগের সহ সভাপতি ড:রাজীব কুমার বলেন,পোষণ জ্ঞানের সূচনা,এক নতুন দিগন্ত উন্মোচিত করবে। আচরণের আমূল পরিবর্তনের মাধ্যমেই এই ক্ষেত্রে বদল আনবে। ভারত খাদ্য উদ্বৃত্ত দেশ হয়েও,অপুষ্টির শিকার। এই কারনেই আচরণের পরিবর্তন প্রয়োজন। পরিস্থিতির দিকে নজর রেখে পোষণ জ্ঞানের উদ্যোগ নেওয়া হয়েছে। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর,পুষ্টি কে জনআন্দোলনে রূপান্তরিত করার চিন্তা ভাবনা, এর মাধ্যমে সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


নীতি আয়োগের মুখ্য কার্য নির্বাহী আধিকারিক শ্রী অমিতাভ কান্ত ভারতের পুষ্টি প্রতিকূলতার চিত্র তুলে ধরে বলেন,বিশেষত দুর্বল,গর্ভবতী মহিলা,স্তন্যদায়ী মা এবং ৬ বছরের নিচে শিশুরা অপুষ্টির শিকার। মূলত আচরণগত ত্রুটি এর কারন বলে তিনি জানান। এই পোষণ জ্ঞান কৌশলের মাধ্যমে আচরণের পরিবর্তন ঘটানো সম্ভব বলে তিনি জানান।


নারী ও শিশু বিকাশ মন্ত্রকের সচিব শ্রী রামমোহন মিশ্র পোষণ জ্ঞান পোর্টালের সূচনার ভূয়সী প্রশংসা করেন। সমাজের উন্নয়নে এই পোর্টাল বিশেষ কার্যকরী ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন।
ড:রাকেশ সারওয়ালের তত্বাবধানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং নারী ও শিশু বিকাশ মন্ত্রকের সহযোগিতায় পোষণ জ্ঞান ডিজিটাল তথ্য ভাণ্ডারটি নির্মিত হয়েছে।


দায়িত্বপ্রাপ্ত কমিটির অনুমোদন সাপেক্ষে এই তথ্য ভাণ্ডার ওয়েবসাইটে যে কোনো ব্যক্তি তথ্য প্রদান করতে পারবেন।


কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক,জলশক্তি, পঞ্চায়েতী রাজ, ক্রেতা, খাদ্য এবং গণবন্টন মন্ত্রক, ইউনিসেফ, এফএসএসএআই, ন্যাশনাল ইন্সটিটিউট ফর নিউট্রিশান, আইসিএমআর, এনআইআরডিপিআর, এনআইপিসিসিডি, এফ এন্ড বির মতন সহযোগী সংস্থার প্রতিনিধিরা আজকের এই অনুষ্ঠানে যোগ দেন। তাছাড়াও বিএমজিএফ, বিবিসি মিডিয়া একশান, জিভিকা এবং এলাইভ এন্ড থ্রাইভের মতন অংশীদার সংস্থার প্রতিনিধিরাও আজকের উদ্দ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।



CG/PPM



(Release ID: 1711615) Visitor Counter : 269