স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

জাতীয় নিয়ন্ত্রক সংস্থা ডিসিজিআই আপৎকালীন পরিস্থিতিতে স্পুটনিক-ভি টিকার সীমিত ব্যবহারে অনুমতি দিয়েছে

Posted On: 13 APR 2021 11:56AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ এপ্রিল, ২০২১

 

কেন্দ্রীয় সরকার কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। মারণ এই ভাইরাসের বিরুদ্ধে সরকার কন্টেনমেন্ট, নজরদারি, নমুনা পরীক্ষা, কোভিড আদর্শ আচরণ মেনে চলা এবং টিকাকরণের ওপর গুরুত্ব দিয়েছে। দেশে গত ১৬ জানুয়ারি থেকে টিকাকরণ অভিযান শুরু হয়েছে। জাতীয় নিয়ন্ত্রক সংস্থা ড্রাগস্‌ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) দুটি টিকার আপৎকালীন ব্যবহারে অনুমতি দিয়েছে। এই টিকা দুটি হ’ল – সেরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া’র ‘কোভিশিল্ড’ এবং ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের উৎপাদিত টিকা ‘কোভ্যাকসিন’। এছাড়াও, দেশে একাধিক টিকার ক্লিনিকাল ট্রায়াল চলছে। 

মেসার্স ডঃ রেড্ডিস্‌ ল্যাবরেটরিজ লিমিটেড আপৎকালীন ব্যবহারে অনুমতি দেওয়ার জন্য রাশিয়ার সংস্থা গামালিয়া ইন্সটিটিউটের উদ্ভাবিত স্পুটনিক-ভি টিকার আমদানি ও তার বিপণনের সম্মতি চেয়ে আবেদন জানায়। রাশিয়ার এই টিকাটি বিশ্বের ৩০টি দেশে আপৎকালীন ব্যবহারে অনুমতি পেয়েছে। ডঃ রেড্ডিজ ল্যাবরেটরি রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের অধীন ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি প্রতিষ্ঠানের কাছে স্পুটনিক-ভি টিকা ভারতে বিপণনের জন্য আমদানির আবেদন জানায়। এরপর, ডঃ রেড্ডিজ ল্যাবরেটরি সংস্থাকে রাশিয়ার এই টিকাটি দেশে দ্বিতীয়/তৃতীয় পর্যায়ে ক্লিনিকাল ট্রায়ালের অনুমতি দেওয়া হয়। সংস্থাটি দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়ালের অন্তর্বর্তীকালীন তথ্য জমা করেছে। ক্লিনিকাল ট্রায়াল সংক্রান্ত তথ্য বিশেষজ্ঞ কমিটির সঙ্গে বিশ্লেষণ করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে টিকার কার্যকরিতার বিষয়ে সন্তুষ্ট হয়ে বিশেষজ্ঞ কমিটি দেশে আপৎকালীন পরিস্থিতিতে স্পুটনিক-ভি টিকা সীমিত ব্যবহারে অনুমতি দিয়েছে। এই টিকা ১৮ বছর বয়সীদের ক্ষেত্রে কোভিড-১৯ প্রতিরোধে রোগ-প্রতিরোধক ক্ষমতা বাড়াতে সক্ষম। ০.৫ মিলিলিটার করে ২১ দিন অন্তর এই টিকাটির দুটি ডোজ মানবদেহে প্রয়োগ করা যেতে পারে। এমনকি, এই টিকাটি শূন্যের চেয়ে  ১৮ ডিগ্রি কম তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। বিশেষজ্ঞ কমিটির প্রস্তাব যথাযথভাবে বিবেচনা করার পর ড্রাগস্‌ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া কমিটির প্রস্তাব গ্রহণ করেছে। এই প্রেক্ষিতে ডঃ রেড্ডিজ ল্যাবরেটরি দেশে ব্যবহারের জন্য স্পুটনিক-ভি টিকা আমদানি করবে।

 

CG/BD/SB



(Release ID: 1711483) Visitor Counter : 476