বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

মিশন কোভিড সুরক্ষা কর্মসূচির আওতায় জেনোভা বায়োফার্মাসিউটিকালস্‌ লিমিটেডের নোভেল এমআরএনএ-ভিত্তিক কোভিড-১৯ '‘এইচজিসিও১৯’ টিকার কার্যক্ষমতা যাচাইয়ের জন্য অতিরিক্ত তহবিল বরাদ্দ জৈব প্রযুক্তি দপ্তরের

এইচজিসিও১৯ : মানবদেহে প্রয়োগের জন্য প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নাম নথিভুক্তিকরণ শুরু

Posted On: 13 APR 2021 10:56AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ এপ্রিল, ২০২১

 

কেন্দ্রীয় জৈব প্রযুক্তি দপ্তরের সহায়তায় মিশন কোভিড সুরক্ষা কর্মসূচির আওতায় টিকা উদ্ভাবন কর্মসূচি রূপায়ণ করছে বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যাসিস্ট্যান্স কাউন্সিল (বিআইআরএসি)। পুণে-ভিত্তিক বায়োটেকনোলজি সংস্থা জেনোভা ফার্মাসিউটিক্যালস্‌ লিমিটেড দেশের প্রথম এমআরএনএ-ভিত্তিক কোভিড-১৯ টিকা – এইচজিসিও১৯ উদ্ভাবন করেছে। এই টিকা ক্লিনিকাল স্টাডিজ বা কার্যকরিতা যাচাইয়ের জন্য কেন্দ্রীয় জৈব প্রযুক্তি দপ্তর অতিরিক্ত তহবিল বরাদ্দ করেছে। দপ্তরের পক্ষ থেকে ইন্ডিয়ান কোভিড-১৯ ভ্যাকসিন ডেভেলপমেন্ট মিশনের আওতায় মিশন কোভিড সুরক্ষা কর্মসূচির মাধ্যমে পুণের ঐ সংস্থাটিকে তহবিল বরাদ্দ করা হয়েছে। উল্লেখ করা যেতে পারে, মিশন কোভিড সুরক্ষার আওতায় সংস্থাটির পক্ষ থেকে কোভিড টিকা উৎপাদনের আগ্রহ প্রকাশ করে একাধিক আবেদনপত্র জমা করা হয়েছে। সংস্থাটির আবেদনপত্রের যথার্থতা বিশ্লেষণ করে দেখার পর মিশন কোভিড সুরক্ষা কর্মসূচির আওতায় জৈব প্রযুক্তি দপ্তরের পক্ষ থেকে তহবিল বরাদ্দের সিদ্ধান্ত হয়। এখন সংস্থাটির উৎপাদিত কোভিড-১৯ টিকা এইচজিসিও১৯ – এর কার্যকরিতা যাচাই করে দেখা হবে। 

জৈব প্রযুক্তি দপ্তর এমআরএনএ-ভিত্তিক আগামী প্রজন্মের টিকা উদ্ভাবনের জন্য একেবারে গোড়া থেকেই জেনোভা সংস্থার সঙ্গে সহযোগিতা করে আসছে। এজন্য প্রাথমিকভাবে তহবিল বরাদ্দ করা হয়েছিল। মার্কিন সংস্থা এইচডিটি বায়োটেক কর্পোরেশনের সহযোগিতায় জেন্নোভা সংস্থাটি এমআরএনএ টিকা এইচজিসিও১৯ উদ্ভাবন করেছে।

ইতিমধ্যেই এইচজিসিও১৯ টিকার সুরক্ষা, রোগ-প্রতিরোধক ক্ষমতা, অ্যান্টিবডি নিষ্ক্রিয় করে দেওয়ার পদ্ধতি অন্য প্রাণীর দেহে প্রয়োগ করে দেখা হয়েছে। এই পরীক্ষায় দেখা গেছে টিকার উপাদানগুলি কোভিড-১৯ আক্রান্ত রোগীর নমুনায় পাওয়া ভাইরাসের জিনগত গঠনের মোকাবিলা করতে সক্ষম। জেনোভা সংস্থাটি ২০১৯ সালের ড্রাগস্‌ অ্যান্ড কসমেটিক্স আইন অনুযায়ী এই টিকার দুটি প্রি-ক্লিনিকাল পরীক্ষা-নিরীক্ষা করেছে। এরপরই ড্রাগস্‌ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ড্রাগস্‌ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন এবং জেনেটিক ম্যানুপুলেশন সংক্রান্ত রিভিউ কমিটির পক্ষ থেকে ক্লিনিকাল ট্রায়ালে অনুমতি দেওয়া হয়েছে। এই অনুমোদনের প্রেক্ষিতে টিকা উৎপাদন সংস্থাটি প্রথম ও দ্বিতীয় পর্যায়ে মানবদেহে প্রয়োগের পরীক্ষা-নিরীক্ষার জন্য সুস্থ-সবল স্বেচ্ছাসেবকদের নাম নথিভুক্তিকরণের কাজ শুরু করেছে। 

জৈব প্রযুক্তি দপ্তরের সচিব তথা বিআইআরএসি-র চেয়ারপার্সন ডঃ রেণু স্বরূপ বলেছেন, কোভিড-১৯ ছড়িয়ে পড়ার গোড়ার দিকে তাঁর দপ্তর এমআরএনএ-ভিত্তিক কোভিড-১৯ টিকা সহ একাধিক টিকা উদ্ভাবন কর্মসূচিতে সহায়তা করে এসেছে। এক বছর আগে নতুন প্রযুক্তি হাতে থাকলেও দেশে আগে কখনও এ ধরনের টিকা উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়নি। অবশ্য, এখন এমআরএনএ-ভিত্তিক কোভিড টিকা উদ্ভাবনের ক্ষেত্রে জৈব প্রযুক্তি দপ্তর জেন্নোভার মতো আরও কয়েকটি সংস্থাকে আর্থিক সাহায্য দিয়ে আসছে। ‘ভারতের প্রথম এমআরএনএ-ভিত্তিক কোভিড-১৯ টিকার ক্লিনিকাল ট্রায়াল শীঘ্রই শুরু হতে চলেছে বলে আমরা গর্ববোধ করছি’, বলে ডঃ স্বরূপ অভিমত প্রকাশ করেন। 

 

CG/BD/SB



(Release ID: 1711413) Visitor Counter : 318