স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

টিকা উৎসবের প্রথম দিন প্রায় ৩০ লক্ষ টিকার ডোজ, দেশে মোট টিকাকরণ ১০ কোটি ৪৫ লক্ষেরও বেশি ভারতে দৈনিক গড় টিকাকরণ ৪০ লক্ষের সীমা ছাড়িয়েছে, যা বিশ্বে সর্বাধিক

দৈনিক আক্রান্তের ৮১ শতাংশই ১০টি রাজ্যের

৫টি রাজ্যে সুস্পষ্টভাবে আক্রান্তের হার ৭০.১৬ শতাংশ

Posted On: 12 APR 2021 11:39AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ এপ্রিল, ২০২১

 

দেশব্যাপী টিকা উৎসবের আজ দ্বিতীয় দিন। অন্যদিকে, মোট টিকাকরণ ১০ কোটি ৪৫ লক্ষ ছাড়িয়েছে। আজ সকাল ৭টা পর্যন্ত প্রাথমিক তথ্য অনুযায়ী, দেশে ১০ কোটি ৪৫ লক্ষ ২৮ হাজার ৫৬৫টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৯০ লক্ষ ১৩ হাজার ২৮৯ জন স্বাস্থ্য কর্মী প্রথম ডোজ, ৫৫ লক্ষ ২৪ হাজার ৩৪৪ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ৯৯ লক্ষ ৯৬ হাজার ৮৭৯ জন কর্মী প্রথম ডোজ এবং ৪৭ লক্ষ ৯৫ হাজার ৭৫৬ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। একইভাবে, ৬০ বছরের বেশি বয়সী ৪ কোটি ৫ লক্ষ ৩০ হাজার ৩২১ জন প্রথম ডোজ এবং ১৯ লক্ষ ৪২ হাজার ৭০৫ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। এছাড়াও, ৪৫-৬০ বছর বয়সী ৩ কোটি ২০ লক্ষ ৪৬ হাজার ৯১১ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ৬ লক্ষ ৭৮ হাজার ৩৬০ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন। 

দেশে এখনও পর্যন্ত মোট টিকাকরণের ৬০.১৩ শতাংশই ৮টি রাজ্যে হয়েছে। টিকা উৎসবের প্রথম দিন রবিবার প্রায় ৩০ লক্ষ টিকার ডোজ দেওয়া হয়েছে। রবিবার হওয়া সত্ত্বেও গতকাল ৬৩ হাজার ৮০০টি কেন্দ্রে সুফলভোগীদের টিকাকরণ হয়েছে। অবশ্য, দেশব্যাপী টিকাকরণ অভিযানের ৮৬তম দিনে (১১ এপ্রিল) ২৯ লক্ষ ৩৩ হাজার ৪১৮টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ২৭ লক্ষ ১ হাজার ৪৩৯ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ২ লক্ষ ৩১ হাজার ৯৭৯ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন।

সারা বিশ্বে দৈনিক-ভিত্তিতে গড়ে টিকাকরণের দিক থেকে ভারত সর্বোচ্চ স্থানে রয়েছে। দেশে দৈনিক গড়ে টিকাকরণের হার ৪০ লক্ষ ৫৫ হাজার ৫৫। এদিকে দেশে নতুন করে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৮ হাজার ৯১২ জন। মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, দিল্লি, ছত্তিশগড়, কর্ণাটক, কেরল, তামিলনাডু মধ্যপ্রদেশ, গুজরাট ও রাজস্থান সহ ১০টি রাজ্যে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান। এই ১০টি রাজ্যে দৈনিক আক্রান্তের হার প্রায় ৮৩.০২ শতাংশ। কেবল মহারাষ্ট্রেই আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৯২৪ জন। অন্যদিকে, উত্তর প্রদেশে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ২৭৬। দিল্লিতে আরও ১০ হাজার ৭৭৪ জন আক্রান্ত হয়েছেন বলে খবর। ১৬টি রাজ্যে দৈনিক-ভিত্তিতে কোভিড আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। 

ভারতে সুস্পষ্টভাবে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১২ লক্ষ ১ হাজার ৯, যা মোট আক্রান্তের ৮.৮৮ শতাংশ। অবশ্য, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৯২ হাজার ৯২২টি কমেছে। দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের ৭০.১৬ শতাংশই ৫টি রাজ্য থেকে। এর মধ্যে মহারাষ্ট্রেই আক্রান্তের হার ৪৭.২২ শতাংশ।

দেশে আজ সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২১ লক্ষ ৫৬ হাজার ৫২৯। জাতীয় স্তরে সুস্থতার হার ৮৯.৮৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৫ হাজার ৮৬ জন। 

নতুন করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি, করোনায় মৃত্যুর সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় মারণ এই ভাইরাসে ৯০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০টি রাজ্যে মৃত্যু হার ৮৯.১৬ শতাংশ। মহারাষ্ট্রে সর্বাধিক ৩৪৯ জনের মৃত্যু হয়েছে। ছত্তিশগড়ে একদিনেই মারা গেছেন ১২২ জন। 

দেশে গত ২৪ ঘণ্টায় ৯টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিডে মৃত্যুর খবর নেই। এই রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে – ওডিশা, হিমাচল প্রদেশ, লাদাখ, দমন ও দিউ, মেঘালয়, সিকিম, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ প্রভৃতি।

 

CG/BD/SB


(Release ID: 1711155) Visitor Counter : 288