বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

সিএসআইআর-সিএমইআরআই বহু পরিস্থিতিতে জীবন রক্ষায় সক্ষম একটি অক্সিজেনের পরিমাণ বাড়ানোর ইউনিট তৈরি করেছে

Posted On: 08 APR 2021 11:50AM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৮ এপ্রিল, ২০২১

 

অক্সিজেনের পরিমাণ বাড়ানোর ইউনিট হলো এমন একটি যন্ত্র যা বায়ু থেকে নাইট্রোজেনকে অপসারণ করে অক্সিজেন সমৃদ্ধ বাতাস সরবরাহ করে থাকে এবং বাতাসে অক্সিজেনের মাত্রা বৃদ্ধিতে সাহায্য করে। এই সরবরাহকৃত বাতাস, যেখানে অক্সিজেনের পরিমাণ বেশী, সেটি শ্বাসকষ্টের সমস্যায় ভোগা রোগীদের নাসাল ক্যাননুলা বা অক্সিজেন মাস্কের মাধ্যমে সরবরাহ করা হয়। এই যন্ত্রটি বাড়ি, প্রান্তিক স্থান অথবা দীর্ঘস্থায়ী পালমোনারি রোগাক্রান্ত , দীর্ঘস্থায়ী হাই পোক্সেমিয়া এবং ফুসফুসের রোগে আক্রান্ত রোগীদের সুবিধার জন্য হাসপাতালে ব্যবহার করা যেতে পারে। 
সিএসআইআর-সিএমইআরআই-এর দেশীয় পদ্ধতিতে তৈরি এই অক্সিজেনের পরিমাণ বাড়ানোর ইউনিট বাতাস থেকে নাইট্রোজেন অপসারণ করে অক্সিজেনের ঘনত্ব বৃদ্ধিতে সাহায্য করে থাকে। কোভিড-১৯ রোগের চিকিৎসায় অক্সিজেন থেরাপির ক্ষেত্রে এই ইউনিটটি বিশেষ সহায়তা প্রদান করেছে বলে ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। এই ইউনিটটি সমুদ্র স্থল থেকে ৮ হাজার ফুট উচ্চতা পর্যন্ত কাজ করতে পারে। এমনকি এই ইউনিট মডেলের একটি অপসোনাল প্লাগ আছে,যা লাগালে ১৪ হাজার ফুট উচ্চতা পর্যন্ত এই ইউনিট কাজ করতে পারবে।এই কারণে সঙ্কটময় পরিস্থিতিতে উচ্চ ভূখণ্ডে যুদ্ধ ক্ষেত্রেও খুব সহজেই এই ইউনিট ব্যবহার করা যেতে পারে। 
সিএসআইআর-সিএমইআরআই-এর অধিকর্তা অধ্যাপক ডঃ শ্রী হরিশ হিরানি এই ইউনিট প্রসঙ্গে বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি বলেন, এই ইউনিটটিকে বাড়ি, হাসপাতাল, উঁচু পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীতে এবং প্রান্তিক এলাকায় খুব সহজেই ব্যবহার করা যাবে। এমনকি এই অক্সিজেনের পরিমাণ বাড়ানোর ইউনিটটি কোভিড-১৯ রোগীর চিকিৎসায় বিশেষ কার্যকর হয়েছে বলেও তিনি জানান । শ্রী হিরানি আরও বলেন, ওই ইউনিটটি অক্সিজেন সিলিন্ডারের চাহিদা হ্রাসের ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করবে। প্রতিটি ইউনিটের সরঞ্জামের দাম প্রায় ৩৫ হাজার টাকা। এই ইউনিট তৈরির প্রযুক্তি তেলেঙ্গানার রঙ্গা রেড্ডি-র জেন মেডিকেল টেকনোলজি প্রাইভেড লিমিটেডকে হস্তান্তর করা হয়েছে।
 

CG/SS/SKD/


(Release ID: 1710545) Visitor Counter : 195