রেলমন্ত্রক
ভারতীয় রেল পণ্য পরিবহনের ক্ষেত্রে ২০২০-২১ অর্থবছরে সর্বাধিক আয় করেছে
Posted On:
01 APR 2021 4:52PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০১ এপ্রিল,২০২১
কোভিড জনিত পরিস্থিতি সত্বেও ভারতীয় রেল রেকর্ড পরিমাণ পণ্য পরিবহনের মাধ্যমে ২০২০-২১ অর্থবছর শেষ করেছে।
২০২০-২১ অর্থবছর শেষ মাসে ভারতীয় রেল গতবছরের ১২০৯.৩২ এর তুলনায় লোডিং ১২৩২.৬৩ ছাড়িয়ে গেছে যা ১.৯৩ শতাংশ বেশি।
এই সময়ের মধ্যে ভারতীয় রেল পণ্য পরিবহন খাতে আয় করেছে ১১৭৩৮৬.০ কোটি টাকা। এটি গত বছরের চেয়ে ৩ শতাংশ বেশি। গত বছর এই পরিমাণ ছিল ১১৩৮৯৭.২০ কোটি টাকা। ভারতীয় রেল ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ২০২১-এর মার্চ মাস পর্যন্ত সর্বোচ্চ পণ্য পরিবহনের গতি বজায় রেখেছে।
চলতি বছরের মার্চ মাসে ভারতীয় রেলে লোডিং এর পরিমাণ ছিল ১৩০.৩৮ মিলিয়ন টন। যা গত বছরের এই সময়ে ছিল ১০৩.০৫ টন। এই পণ্য পরিবহনের মধ্যে রয়েছে লোহা, খাদ্যশস্য, সার, খনিজ তেল, সিমেন্ট প্রভৃতি। উল্লেখ্য, পণ্য পরিবহনকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য ভারতীয় রেলপথ অনেক ছাড় দিচ্ছে।
এর পাশাপাশি পণ্য পরিবাহীর ট্রেন গুলির গতি বৃদ্ধি করা হয়েছে। ২০২১ সালের মার্চ মাসের পাওয়া তথ্য অনুযায়ী মালবাহী ট্রেন গুলির জন্য গড় গতি ৪৫.৬ কিলোমিটার প্রতি ঘন্টায় করা হয়েছে। যা আগের চেয়ে ৮৩ শতাংশ বেড়েছে।
CG/ SB
(Release ID: 1709111)
Visitor Counter : 250