অর্থমন্ত্রক

অর্থ মন্ত্রক ২০২০-২১ অর্থবর্ষে রাজ্যগুলিকে তাদের প্রাপ্য হিসেবে অতিরিক্ত ৪৫ হাজার কোটি টাকা দিয়েছে

Posted On: 01 APR 2021 2:15PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ এপ্রিল, ২০২১
 
অর্থ মন্ত্রক ২০২০-২১ অর্থবর্ষে রাজ্যগুলিকে ক্ষমতা হস্তান্তর পরবর্তী প্রাপ্য হিসেবে অতিরিক্ত ৪৫ হাজার কোটি টাকা দিয়েছে। এই অর্থ ২০২০-২১ সংশোধিত হিসেবের ৮.২ শতাংশ বেশি। ২০২০-২১ সংশোধিত হিসেব অনুযায়ী, কর ও অন্যান্য মাশুল খাতে বিনিময়যোগ্য পুল বা অর্থ সম্পদের ৪১ শতাংশের সমতুল হিসেবে রাজ্যগুলিকে ৫ লক্ষ ৪৯ হাজার ৯৫৯ কোটি টাকা দেওয়ার লক্ষ্য স্থির হয়েছিল। অবশ্য, অর্থ মন্ত্রক ২০২০-২১-এ সংগৃহীত অর্থের বিনিময়যোগ্য অংশ হিসেবে প্রাথমিক হিসাব অনুযায়ী ৫ লক্ষ ৯৪ হাজার ৯৯৬ কোটি টাকা ক্ষমতা হস্তান্তর পরবর্তী প্রদেয় প্রাপ্য হিসেবে মেটানোর সিদ্ধান্ত নেয়। 
 
অর্থ মন্ত্রক ২০২০-২১ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে রাজস্ববাবদ সংগৃহীত অর্থের বন্টন ইতিমধ্যেই সম্পন্ন করেছে। যুক্তরাষ্ট্রীয় রাজস্ব কাঠামো ব্যবস্থার আদর্শ অনুসরণ করে রাজ্যগুলিকে তাদের প্রাপ্য মিটিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ করা যেতে পারে, আরও দুটি কিস্তিতে ইতিমধ্যেই অতিরিক্ত ৪৫ হাজার কোটি টাকা রাজ্যগুলিকে মেটানো হয়। এর মধ্যে প্রথম কিস্তিতে ১৪,৫০০ কোটি টাকা এবং দ্বিতীয় কিস্তিতে অবশিষ্ট ৩০,৫০০ কোটি টাকা মেটানো হয়েছে। ক্ষমতা হস্তান্তর পরবর্তী গত ২৬ মার্চ চতুর্দশ কিস্তির প্রাপ্য হিসেবে ১৪,৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে। অন্যদিকে, গতকাল দ্বিতীয় কিস্তিবাবদ ৩০,৫০০ কোটি টাকা মেটানো হয়েছে। 
 
পশ্চিমবঙ্গকে ২০২০-২১-এর সংশোধিত হিসাব অনুযায়ী, ৪১,৩৫৩ কোটি টাকা দেওয়া হয়েছে। ২০২০-২১-এর সংশোধিত হিসাব অনুযায়ী অতিরিক্ত আরও ৩,৩৮৪ কোটি টাকা এবং ২০২০-২১ অর্থবর্ষে সামগ্রিকভাবে ৪৪,৭৩৭ কোটি টাকা প্রাপ্য মিটিয়ে দেওয়া হয়েছে। 
 
 
 
CG/BD/DM

(Release ID: 1709037) Visitor Counter : 159