প্রধানমন্ত্রীরদপ্তর

যশোরেশ্বরী কালী শক্তিপীঠে পুজো দিলেন প্রধানমন্ত্রী

Posted On: 27 MAR 2021 11:16AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৫ মার্চ, ২০২১
 
 
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনের শুরুতে কালী মাতার আর্শিবাদ গ্রহণ করলেন । প্রধানমন্ত্রী সাতক্ষীরার যশোরেশ্বরী কালী শক্তিপীঠে পুজো দিয়েছেন । এই শক্তিপীঠ পৌরানিক ঐতিহ্যের ৫১ পীঠের অন্যতম । প্রধানমন্ত্রী হাতের তৈরি সোনার প্রলেপ দেওয়া কালী মাতার রূপোর মুকুট প্রদান করেন । এই মুকুট স্থানীয় কারিগরেরা ৩ সপ্তাহ ধরে তৈরি করেছেন । 
 
বন্ধুত্বের হাত বাড়িয়ে প্রধানমন্ত্রী এই মন্দিরের সঙ্গে সংযুক্ত কমিউনিটি হল তথা ঘূর্ণিঝড় থেকে বাঁচার জন্য আশ্রয় কেন্দ্র নির্মানের জন্য আর্থিক অনুদানের কথা ঘোষণা করেন । এই আশ্রয় কেন্দ্রটি মন্দিরের বার্ষিক কালীপুজো এবং মেলার সময় ভক্তগণ ব্যবহার করতে পারবেন ও সমস্ত ধর্মের মানুষ ঝড়ের সময় নিরাপদ আশ্রয়স্থল হিসেবে এটি ব্যবহার করতে পারবেন । 
 
***
 
 
 
CG/SS/NR


(Release ID: 1708075) Visitor Counter : 206