প্রতিরক্ষামন্ত্রক

প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়িতে তুলতে দু দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক

Posted On: 26 MAR 2021 4:34PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২৬ মার্চ, ২০২১

প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং এবং প্রজাতান্ত্রিক কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মিঃ সু হুক-এর সঙ্গে আজ নতুন দিল্লিতে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা সফলভাবে শেষ হয়েছে। বিগত কয়েক বছর ধরে ভারত এবং প্রজাতান্ত্রিক কোরিয়ার মধ্যে প্রতিরক্ষা ও সুরক্ষা সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ আলোচনায় দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার নতুন দিকগুলি অনুসন্ধান করা এবং দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক প্রতিরক্ষা অংশীদারিত্বকেই আরও শক্তিশালী করে তোলার বিষয় উঠে আসে।  

শ্রী রাজনাথ সিং এবং মিঃ সু হুক উভয়ে স্বীকার করেছেন যে, দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা তিন বাহিনীতেই ব্যাপক সুবিধার পথ প্রশস্ত করেছে। এমনকি প্রতিরক্ষা প্রযুক্তি ও শিল্প ক্ষেত্রে বিভিন্ন সংস্থাকে যুক্ত করার সুযোগ করে দিয়েছে। উভয় দেশই বেশ কয়েকটি বহুপাক্ষিক ক্ষেত্র এবং চুক্তির বিষয়ে আলোচনা চালায়। 

উভয় দেশের প্রতিরক্ষা মন্ত্রী প্রতিরক্ষা ও সুরক্ষা চুক্তি বিষয়ের ওপর কোভিড-১৯ মহামারির প্রভাব এবং উভয় দেশের সশস্ত্র বাহিনীর অনুশীলন বিষয়ে মত বিনিময় করেন। শ্রী রাজনাথ সিং মহামারি প্রসার রোধে প্রজাতান্ত্রিক কোরিয়ার অসামান্য অবদানের প্রশংসা জানান।

তাঁরা নিজ নিজ অঞ্চল এবং তার বাইরেও দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি করতে বহুপাক্ষিক উদ্যোগের ক্ষেত্রে তাদের সমর্থন সুনিশ্চিত করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী শ্রী সিং প্রজাতান্ত্রিক কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে মত বিনিময় করার সময় উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় এবং এদিনের বৈঠক থেকে প্রাপ্ত বিষয়গুলি নিয়ে পরবর্তী বৈঠকে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য অভিমত ব্যক্ত করেন। 

উভয় দেশের প্রতিরক্ষা মন্ত্রী বর্তমান মহামারি পরিস্থিতিতে ক্রমবর্ধমান উদ্ভূত সমস্যার মাঝে ভার্চুয়াল মাধ্যমে উভয় দেশের নেতৃত্বের মধ্যে বিভিন্ন স্তরে আলোচনা বজায় রাখার জন্য সন্তোষ প্রকাশ করেন। উভয় দেশের সশস্ত্র বাহিনী আশাপ্রকাশ করেছে যে ২০২১ সালে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়া সম্ভবপর হবে।

এদিনের আলাপচারিতায় চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, নৌ সেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিং, বায়ু সেনা প্রধান আর কে এস ভাদৌরিয়া, সেনা প্রধান জেনারেল এম এম নারাভানে, প্রতিরক্ষা উৎপাদন সচিব শ্রী রাজ কুমার, প্রতিরক্ষা উন্নয়ন ও গবেষণা দপ্তরের সচিব এবং প্রতিরক্ষা উন্নয়ন ও গবেষণা সংস্থার চেয়ারম্যান ডঃ জি সতীশ রেড্ডি ভারতীয় প্রতিনিধি দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন।

এর আগে শ্রী রাজনাথ সিং এবং প্রজাতান্ত্রিক কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মিঃ সু হুক যৌথভাবে দিল্লি ক্যানটনমেন্টে একটি অনুষ্ঠানে ভারত-কোরিয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে একটি পার্কের উদ্বোধন করেন। এই পার্কটি উভয় দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের স্মৃতি চিহ্ন। কোরিয়ার যুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর চিকিৎসা ক্ষেত্রে সাহায্যের অবদানকে স্বীকৃতি জানাতেই এই পার্ক গড়ে তোলা হয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে কোরিয়া যুদ্ধের সেনাবাহিনীর প্রবীণ সদস্যরা বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উভয় দেশের প্রতিরক্ষা মন্ত্রী অনুষ্ঠানে একটি বৃক্ষ রোপন করেন। 

***

 

 


CG/SS/SKD



(Release ID: 1707968) Visitor Counter : 196