সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ জাতীয় সড়কের পাশে ৬০০ টিরও বেশি সুযোগ-সুবিধা প্রদান কেন্দ্রের ব্যবস্থা করবে
Posted On:
24 MAR 2021 5:03PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৪ মার্চ, ২০২১
ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ যাত্রী এবং পরিবহন চালকদের সুবিধার্থে ২২ টি রাজ্যে জাতীয় সড়কের ৬০০ টিরও বেশি স্থানে সুযোগ-সুবিধা প্রদান কেন্দ্র স্থাপন করবে। এরমধ্যে ১৩০ টি ২০২১-২২ অর্থবছরে সম্পন্ন হওয়ার কথা। বাকিগুলি আগামী পাঁচ বছরের মধ্যে সম্পন্ন হবে। এজন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ বিভিন্ন সংস্থার কাছ থেকে দরপত্র চেয়েছে। জাতীয় সড়কে ৩০ থেকে ৫০ কিলোমিটার দূরত্বে এইসব কেন্দ্রগুলি স্থাপন করা হবে।
এই সব সুযোগ-সুবিধা প্রদান কেন্দ্রের মধ্যে থাকবে জ্বালানি ভরা থেকে শুরু করে চার্জিং ফেসিলিটি, খাবার ও আনুষঙ্গিক এবং হস্তশিল্পের দোকান, এটিএম ব্যবস্থা সহ স্নানাগার, শিশুদের খেলার জায়গা, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র প্রভৃতি।
এসবের বাইরেও ট্রাকচালকদের সুবিধার্থে পার্কিং ব্যবস্থা, অটোওয়ার্কশপ, ডরমেটরি প্রভৃতি থাকবে।
মূলত পিপিপি মডেলে এই কেন্দ্র করে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
জাতীয় সড়ক কর্তৃপক্ষের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দূরপাল্লার যাত্রী এবং চালকদের ক্ষেত্রে বিশ্রামের পাশাপাশি খাবারের সুবিধাও পাওয়া যাবে।
***
CG/ SB
(Release ID: 1707368)
Visitor Counter : 156