প্রধানমন্ত্রীরদপ্তর
কোয়াড নেতৃবৃন্দের প্রথম ভার্চুয়াল শীর্ষ সম্মেলন
Posted On:
11 MAR 2021 11:03PM by PIB Kolkata
নতুনদিল্লি, ১১ই মার্চ, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১২ই মার্চ ভার্চুয়ালি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, জাপানের প্রধানমন্ত্রী ইউসিহিদে সুগা, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জোসেফ আর বাইডেনের সঙ্গে চার দেশীয় জোট কোয়াড্রিল্যাটেরাল ফ্রেমওয়ার্কের বৈঠকে মিলিত হবেন। এটি কোয়াড্রিল্যাটেরাল ফ্রেমওয়ার্কের নেতৃবৃন্দের প্রথম শীর্ষ সম্মেলন।
বৈঠকে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে নেতৃবৃন্দ আলোচনা করবেন। তারা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি মুক্ত ও সমন্বিত বাস্তবসম্মত সহযোগিতার জন্য মতবিনিময় করবেন। সম্মেলনে স্থিতিশীল সরবরাহ শৃংখল, অত্যাধুনিক প্রযুক্তি, সমুদ্র বাণিজ্যের নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমসাময়িক বিভিন্ন সংকটের সমাধান করার পন্থা নিয়ে নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় করার সুযোগ তৈরি হবে।
বর্তমান কোভিড-১৯ মহামারীর মোকাবিলার জন্য কৌশল স্থির করতে নেতৃবৃন্দ আলোচনা করবেন। এছাড়াও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুরক্ষিত, ব্যয়সাশ্রয়ী টিকা নিশ্চিত করার বিষয়টিতে সম্ভাব্য সব রকমের সুযোগগুলোকে একযোগে কিভাবে ব্যবহার করা যায় বৈঠকে তা নিয়েও আলোচনা হবে।
***
CG/CB
(Release ID: 1704248)
Visitor Counter : 248
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada