রেলমন্ত্রক

ই-অ্যাপ শ্রমিক কল্যাণ পোর্টালের মাধ্যমে চুক্তি ভিত্তিক শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদান ১০০ শতাংশ সুনিশ্চিত করেছে ভারতীয় রেল

Posted On: 11 MAR 2021 1:12PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ মার্চ, ২০২১
 
ভারতীয় রেল ২০১৮ সালের পয়লা অক্টোবর শ্রমিক কল্যাণ ই-অ্যাপ এর সূচনা করে। এই ই-অ্যাপের মাধ্যমে ভারতীয় রেলে কর্মরত চুক্তি ভিত্তিক কর্মী ও ঠিকাদারদের মজুরি প্রদান করা হয়ে থাকে। এই অ্যাপে চুক্তি ভিত্তিক কর্মী ও ঠিকাদারদের মজুরি সংক্রান্ত সমস্ত তথ্য আপলোড করা হয়। চলতি বছরের ৯ মার্চ পর্যন্ত ১৫,৮১২ জন ঠিকাদার এবং মোট ৩,৮১,৮৩১ জন চুক্তি ভিত্তিক কর্মী এই পোর্টালে নাম নথিভুক্ত করেছেন। এছাড়াও ভারতীয় রেলের ৪৮,৩১২টি বিজ্ঞপ্তি এই পোর্টালে আপলোড করা হয়েছে। পাশাপাশি মোট ৬ কোটি কর্মদিবস এবং ৩,৪৯৫ কোটি টাকারও বেশি মজুরি প্রদান সংক্রান্ত তথ্য এই পোর্টালে আপলোড করা হয়েছে। ভারতীয় রেলের আওতাধীন সমস্ত সরকারি সংস্থা এই ই-অ্যাপ ব্যবহার করে থাকে। 
 
এই পোর্টালে ভারতীয় রেলের বিভিন্ন ইউনিট/বিভাগ/ওয়ার্কশপ/সরকারি সংস্থায় কর্মরত সমস্ত ঠিকাদার ও চুক্তি ভিত্তিক কর্মীদের তথ্য নথিভুক্ত করা বাধ্যতামূলক। এমনকি রেলের বিভিন্ন বিভাগের জারি করা কাজের নির্দেশ সম্পর্কিত তথ্য এই পোর্টালে সংরক্ষিত করা হয়ে থাকে। ঠিকাদারদের আওতায় কাজ করা প্রতিটি চুক্তি ভিত্তিক কর্মীর বিষদ তথ্য এই পোর্টালে রাখতে হয়। এমনকি চুক্তি ভিত্তিক কর্মীরা কি কাজ করছেন ও তাদের কত টাকা মজুরি দেওয়া হচ্ছে সে বিষয়েও বিস্তারিত তথ্য থাকে। এই ই-অ্যাপ পোর্টালের মাধ্যমে চুক্তি ভিত্তিক কর্মীদের পরিচিতি পত্র প্রদানের সুবিধাও দেওয়া হয়েছে। এছাড়াও তাদের মজুরি ও ইপিএফ এবং ইএসআইসি সংক্রান্ত বিভিন্ন তথ্য এই পোর্টালে রাখা থাকে। ঠিকাদার এবং তাদের নিযুক্ত চুক্তি ভিত্তিক কর্মীদের মজুরি প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে আসতেই এই উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। 
 
***
 
 
 
 
CG/SS/SKD

(Release ID: 1704246) Visitor Counter : 189