অর্থমন্ত্রক

১৪টি রাজ্যকে রাজস্ব ঘাটতি বাবদ ৬,১৯৪.০৯ কোটি টাকা সাহায্য

Posted On: 10 MAR 2021 1:25PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ মার্চ, ২০২১

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ব্যয় নির্বাহ দপ্তর আজ দ্বাদশ তথা চূড়ান্ত মাসিক কিস্তি হিসাবে রাজ্যগুলিকে ক্ষমতা-হস্তান্তর পরবর্তী ৬ হাজার ১৯৪ কোটি ৯ লক্ষ টাকার রাজস্ব ঘাটতি মিটিয়ে দিয়েছে। দ্বাদশ মাসিক কিস্তি মিটিয়ে দেওয়ার ফলে চলতি অর্থবর্ষে রাজ্যগুলিকে ক্ষমতা হস্তান্তর পরবর্তী রাজস্ব ঘাটতি বাবদ সাহায্য হিসাবে মোট ৭৪ হাজার ৩৪০ কোটি টাকা দেওয়া হ’ল।


পশ্চিমবঙ্গকে ২০২০-২১ এ ক্ষমতা-হস্তান্তর পরবর্তী রাজস্ব ঘাটতি বাবদ সাহায্য হিসাবে দ্বাদশ কিস্তিতে (১০ মার্চ, ২০২১ পর্যন্ত) ৪১৭ কোটি ৬৪ লক্ষ টাকা সহ মোট ৫ হাজার ১২ কোটি ৯৩ লক্ষ টাকা দেওয়া হয়েছে। উল্লেখ করা যেতে পারে, সংবিধানের ২৭৫ ধারার আওতায় রাজ্যগুলিকে ক্ষমতা হস্তান্তর পরবর্তী রাজস্ব ঘাটতি বাবদ সাহায্য দেওয়া হয়ে থাকে। ক্ষমতা-হস্তান্তর পরবর্তী সময়ে রাজ্যগুলির রাজস্ব খাতে ঘাটতি মেটাতে পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী মাসিক কিস্তিতে এই অনুদান দেওয়া হয়। কমিশন এখনও পর্যন্ত ১৪টি রাজ্যকে এই অনুদান দেওয়ার প্রস্তাব করেছে। যোগ্য রাজ্যগুলিকে ২০২০-২১ অর্থবর্ষে রাজস্ব ও ব্যয়-নির্বাহ খাতে ঘাটতির পরিমাণ নিরূপণ করে কমিশনের সুপারিশের ভিত্তিতে সাহায্য দেওয়া হয়। কমিশন ২০২০-২১ অর্থবর্ষে ১৪টি রাজ্যকে ক্ষমতা হস্তান্তর পরবর্তী ৭৪ হাজার ৩৪০ কোটি টাকার রাজস্ব ঘাটতি বাবদ সাহায্য দেওয়ার প্রস্তাব করে। কমিশনের এই প্রস্তাব অনুযায়ী কেন্দ্রীয় সরকার ঐ রাজ্যগুলিকে আজ দ্বাদশ কিস্তির প্রাপ্য সাহায্য মিটিয়ে দিয়েছে। 


পঞ্চদশ অর্থ কমিশন ক্ষমতা হস্তান্তর পরবর্তী রাজস্ব ঘাটতি মেটাতে সহায়তা দেওয়ার জন্য যে ১৪টি রাজ্যের প্রস্তাব করে তার মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি রয়েছে – অন্ধ্রপ্রদেশ, আসাম, হিমাচল প্রদেশ, কেরল, মণিপুর, মিজোরাম, পাঞ্জাব, সিকিম, তামিলনাডু, ত্রিপুরা প্রভৃতি। 

***

 

 

CG/BD/SB


(Release ID: 1703849) Visitor Counter : 203