স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় কোভিড-১৯ টিকা
Posted On:
09 MAR 2021 1:19PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৯ মার্চ ২০২১
ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যাবিশিষ্ট দেশ। তাই, বিপুল জনসংখ্যার-ভিত্তিতে প্রতি ১০ লক্ষ জনসংখ্যা অনুযায়ী টিকাকরণের বিষয়টি প্রশংসার যোগ্য। ভারতে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় গড় টিকাকরণের হার ১১ হাজার ৬৫৭। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে টিকাকরণের হার ২ লক্ষ ৩২ হাজার ৩০০, ব্রিটেনে ৩ লক্ষ ১৪ হাজার ১০০, ফ্রান্সে ৭১ হাজার ৬০০ এবং জার্মানীতে ৭৬ হাজার ৪০০।
কোভিড-১৯ টিকাকরণ পরিচালনা সম্পর্কিত জাতীয় বিশেষজ্ঞ গোষ্ঠীর সুপারিশ অনুযায়ী ভারতে কোভিড-১৯ টিকাকরণ শুরু হয় স্বাস্থ্য কর্মী ও করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা কর্মীদের টিকা দেওয়ার মধ্য দিয়ে। স্বাস্থ্য কর্মী ও অগ্রভাগে থাকা কর্মীদের সংখ্যা দেশে মোট জনসংখ্যার ২ শতাংশেরও কম। একইভাবে, জাতীয় স্তরে ঐ বিশেষজ্ঞ গোষ্ঠীর সুপারিশ অনুযায়ী ৬০ বছর বা তার বেশি বয়সী এবং একাধিক উপসর্গ রয়েছে, এমন ৪৫-৫৯ বছর বয়সী ব্যক্তিদের কোভিড টিকাকরণ গত পয়লা মার্চ থেকে শুরু হয়েছে। সরকারি টিকাকরণ কেন্দ্রের পাশাপাশি, সমগ্র প্রক্রিয়ায় আরও গতি আনতে বেসরকারি টিকাকরণ কেন্দ্রেও টিকা দেওয়ার কাজ চলছে।
প্রতি ১০ লক্ষ জনসংখ্যা অনুযায়ী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল-ভিত্তিক প্রদেয় টিকার ডোজের যে পরিসংখ্যান গত তেসরা মার্চ পর্যন্ত পাওয়া গেছে, সেই অনুযায়ী পশ্চিমবঙ্গে ১২ লক্ষ ৭ হাজার ৬৯০টি টিকার ডোজ দেওয়া হয়েছে এবং প্রতি ১০ লক্ষে টিকার ডোজ পেয়েছেন ১২ হাজার ৩৪০ জন। রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে একথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী অশ্বিনী কুমার চৌবে।
***
CG/BD/SB
(Release ID: 1703583)
Visitor Counter : 152