অর্থমন্ত্রক
রাজ্যগুলিকে জিএসটি ক্ষতিপূরণ বাবদ ১.০৬ লক্ষ কোটি টাকার ঘাটতি মেটানো হয়েছে
রাজ্যগুলিকে ১৯তম কিস্তিতে সোমবার (৮ মার্চ) ২ হাজার ১০৪ কোটি টাকা দেওয়া হয়েছে
আনুমানিক ১ লক্ষ ১০ হাজার কোটি টাকা ঘাটতির মধ্যে ৯৬ শতাংশই পূরণ
Posted On:
09 MAR 2021 12:29PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৯ মার্চ ২০২১
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ব্যয়-নির্বাহ দপ্তর জিএসটি ক্ষতিপূরণ বাবদ ঘাটতি মেটাতে রাজ্যগুলিকে ১৯তম সাপ্তাহিক কিস্তিতে ২ হাজার ১০৪ কোটি টাকা দিয়েছে। এর মধ্যে ৭টি রাজ্যকেই দেওয়া হয়েছে ২ হাজার ১০৩ কোটি ৯৫ লক্ষ টাকা এবং ৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে কেন্দ্রশাসিত পন্ডিচেরীকে।
রাজ্য এবং বিধানসভা রয়েছে এমন কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জিএসটি ক্ষতিপূরণ বাবদ আনুমানিক ঘাটতির ৯৬ শতাংশ বকেয়া এখনও পর্যন্ত মিটিয়ে দেওয়া হয়েছে। এই ৯৬ শতাংশ বকেয়া মেটানোর মধ্যে ৯৭ হাজার ২৪২ কোটি ৩ লক্ষ টাকা রাজ্যগুলিকে এবং বিধানসভা রয়েছে, এমন ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলকে ৮ হাজার ৮৬১ কোটি ৯৭ লক্ষ টাকা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার জিএসটি রূপায়ণ খাতে আনুমানিক ১ লক্ষ ১০ হাজার কোটি টাকার ঘাটতি মেটাতে বিশেষ ঋণ সংগ্রহ ব্যবস্থা শুরু করে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার বিশেষ এই ঋণ সংগ্রহ ব্যবস্থার মাধ্যমে আর্থিক সংস্থান করছে। এখনও পর্যন্ত ১৯ বার এই ব্যবস্থার মাধ্যমে ঋণ সংগ্রহ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার গত ২৩ অক্টোবর এই ঋণ সংগ্রহ ব্যবস্থার সূচনা করে।
বিশেষ এই ঋণ সংগ্রহ ব্যবস্থার মাধ্যমে কেন্দ্রীয় সরকার ৩ বছর ও ৫ বছর মেয়াদী-ভিত্তিতে ঋণ সংগ্রহ করছে। প্রতিটি মেয়াদের আওতায় সংগৃহীত ঋণ জিএসটি ক্ষতিপূরণ বাবদ ঘাটতি মেটাতে রাজ্যগুলির প্রয়োজন অনুযায়ী সমানভাবে ভাগ করে দেওয়া হয়। ১৯তম কিস্তিতে জিএসটি ঘাটতি বাবদ রাজ্যগুলির বকেয়া ৫ বছর মেয়াদী ঋণ ব্যবস্থার আওতায় মেটানো হয়েছে। ২৩টি রাজ্য ও বিধানসভা রয়েছে, এমন ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলকে এই বকেয়া মেটানো হয়েছে। বাকি ৫টি রাজ্যে জিএসটি রূপায়ণ বাবদ কোনও ঘাটতি নেই।
চলতি সপ্তাহে ১৯তম কিস্তিতে রাজ্যগুলিকে প্রদেয় তহবিল যোগান দিতে কেন্দ্রীয় সরকার ৫.৮৫৯৪ শতাংশ সুদের হারে ঋণ সংগ্রহ করেছে। এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার বিশেষ ঋণ সংগ্রহ ব্যবস্থার মাধ্যমে ৪.৮৮৪২ শতাংশ গড় সুদের হারে ১ লক্ষ ৬ হাজার ১০৪ কোটি টাকা ঋণ নিয়েছে।
জিএসটি রূপায়ণ বাবদ রাজস্ব ঘাটতি মেটাতে বিশেষ ঋণ সংগ্রহ ব্যবস্থার মাধ্যমে থবিল যোগান দেওয়ার পাশাপাশি, কেন্দ্রীয় সরকার যে সমস্ত রাজ্য জিএসটি ক্ষতিপূরণ মেটাতে প্রথম বিকল্প পন্থা গ্রহণ করেছে, তাদের মোট রাজ্যস্তরীয় অভ্যন্তরীণ উৎপাদনের ০.৫০ শতাংশের সমতুল অতিরিক্ত ঋণ সংগ্রহে অনুমতি দিয়েছে। রাজ্যগুলিকে অতিরিক্ত পরিমাণে অর্থ সংস্থান করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ২৮টি রাজ্যকে অতিরিক্ত ১ লক্ষ ৬ হাজার ৮৩০ কোটি টাকা ঋণ সংগ্রহে অনুমতি দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সরকার ২৮টি রাজ্যকে অতিরিক্ত ঋণ সংগ্রহের অনুমতি সহ বিশেষ ঋণ সংগ্রহ ব্যবস্থার মাধ্যমে তহবিল সংস্থানে যে অনুমতি দিয়েছে, সেই অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্যস্তরীয় অভ্যন্তরীণ উৎপাদনের ০.৫০ শতাংশের সমতুল হিসাবে অতিরিক্ত ৬ হাজার ৭৮৭ কোটি টাকা এবং বিশেষ ঋণ সংগ্রহ ব্যবস্থার মাধ্যমে ৩ হাজার ৭৮৩ কোটি ৫০ লক্ষ টাকা ঋণ সহায়তা পেয়েছে।
***
CG/BD/SB
(Release ID: 1703546)
Visitor Counter : 157