অর্থমন্ত্রক

স্ট্যান্ডআপ ইন্ডিয়া কর্মসূচি শুরু হওয়ার সময় থেকে ১ লক্ষ ১০ হাজার ১৯ কোটি টাকার বেশি ঋণ সহায়তা দেওয়া হয়েছে

Posted On: 09 MAR 2021 1:21PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৯ মার্চ ২০২১

স্ট্যান্ডআপ ইন্ডিয়া কর্মসূচি সূচনার সময় থেকে গত ৩১ জানুয়ারি পর্যন্ত ১ লক্ষ ১০ হাজার ১৯ কোটি টাকারও বেশি ঋণ সহায়তা দেওয়া হয়েছে। কর্মসূচির মাধ্যমে ব্যবসায়িক কাজকর্ম শুরু অথবা ব্যবসা সম্প্রসারণের জন্য যোগ্য সুফলভোগীদের ১০ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ সহায়তা দেওয়া হয়। রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানান অর্থ প্রতিমন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর। 


তিনি আরও জানান, ২০১৬’র ১৫ এপ্রিল এই কর্মসূচির সূচনা হয়। কর্মসূচির রূপায়ণের মেয়াদ বাড়িয়ে ২০২৫ পর্যন্ত করা হয়েছে। যোগ্য সুফলভোগীরা কর্মসূচির মাধ্যমে ১০ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ সহায়তা পেতে পারেন। অবশ্য, প্রতিটি তফশিলভুক্ত বাণিজ্যিক ব্যাঙ্কের প্রত্যেক শাখা থেকে অন্ততপক্ষে একজন তপশিলি জাতি/উপজাতি ব্যক্তিকে এবং অন্ততপক্ষে একজন মহিলা ঋণ গ্রহীতাকে সাহায্য দিতে হবে। উৎপাদন, পরিষেবা ও বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে গ্রিনফিল্ড সংস্থা গড়ে তোলার জন্য এই ঋণ সহায়তা দেওয়া হয়ে থাকে।

***

 

 

CG/BD/SB



(Release ID: 1703500) Visitor Counter : 86