সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক

ইটানগরে আগামীকাল ভিন্নভাবে সক্ষম ও প্রবীণ নাগরিকদের সহায়ক যন্ত্রের বিতরণ শিবিরের উদ্বোধন হবে

Posted On: 04 MAR 2021 3:47PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৪মার্চ, ২০২১

        দেশে ভিন্নভাবে সক্ষম ও প্রবীণ নাগরিকদের সুবিধার্থে কেন্দ্র করোনা সময়কালেও বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প গ্রহণ করেছে। এর অঙ্গ হিসেবে ইটানগরে ডিকে কনভেনশন হলে আগামীকাল রাষ্ট্রীয় বয়শ্রী যোজনার আওতায় প্রবীণ নাগরিকদের এবং এডিআইপি প্রকল্পের আওতায় ভিন্নভাবে সক্ষমদের জন্য সহায়ক সরঞ্জাম বিতরণ করা হবে। কোভিড-১৯ মহামারীর কারণে এই বিতরণ কর্মসূচিতে সাধারণ পরিচালন পদ্ধতি মেনে চলা হবে। অরুণাচল প্রদেশের রাজ্যপাল অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ডাঃ বি ডি মিশ্র  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ প্রতিমন্ত্রী শ্রী রতন লাল কাটারিয়া এবং অরুণাচল প্রদেশের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ এবং উপজাতি বিষয়ক মন্ত্রী আলো লিবাং সহ বিশিষ্ট অতিথিরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।  

        এই বিতরণ কর্মসূচিতে পাপুমপারে জেলার নাহারলাগুন, ইউপিয়া ও সাগালে-তে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যে ১২৭ জন ভিন্নভাবে সক্ষম ও ৯০ জন প্রবীণ নাগরিককে চিহ্নিত করা হয়েছিল তাঁদের সহায়ক সরঞ্জাম দেওয়া হবে। মোট ৪১ লক্ষ টাকার ৫৪১টি সহায়ক সরঞ্জাম বিতরণ করা হবে। কোভিড পরিস্থিতির কারণে আগামীকাল ১০০ জনের হাতে সহায়ক সরঞ্জাম তুলে দেওয়া হবে। বাকিদের তাদের ব্লকে এই সরঞ্জাম দেওয়া হবে। যেসব সরঞ্জাম আগামীকাল বিতরণ করা হবে তার মধ্যে রয়েছে- স্মার্টফোন, স্মার্টকেন, ডাইজি প্লেয়ার, স্পর্শ বর্ণমালার কিট, হুইলচেয়ার, ট্রাইপড, ক্র্যাচ, ওয়াকিং স্টিক, হিয়ারিং এইড, ওয়াকার ইত্যাদি।

        এই অনুষ্ঠানে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রকের ভিন্নভাবে সক্ষম দপ্তরের সচিব শকুন্তলা ডি গ্যামলিন, দপ্তরের যুগ্ম সচিব ডঃ প্রবোধ শেঠ, অরুণাচলপ্রদেশের মুখ্য সচিব শ্রী নরেশ কুমার সহ কেন্দ্রীয় ও অরুণাচল  প্রদেশ সরকারের পদস্থ আধিকারিকরা ছাড়াও বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।  

***

 

 

CG/CB /NS



(Release ID: 1702526) Visitor Counter : 109