মানবসম্পদবিকাশমন্ত্রক

এনআইওএস-এর স্পষ্টিকরণ

Posted On: 03 MAR 2021 12:38PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৩ মার্চ, ২০২১

        টাইমস অফ ইন্ডিয়ায় তেশরা মার্চ প্রকাশিত ‘এনআইওএস মাদ্রাসায় গীতা ও রামায়ণ পড়ানোর উদ্যোগ নিয়েছে’ শীর্ষক একটি সংবাদের প্রসঙ্গে বলা যায় এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রকাশ করা হয়েছে। কারণ এখানে উল্লিখিত তথ্যগুলি অসত্য। এনআইওএস স্বীকৃত মাদ্রাসাগুলি স্পেশাল প্রোভিশন ফর কোয়ালিটি এডুকেশন অফ মাদ্রাসার আওতায় শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিষয় পড়াশোনা করার সুযোগ এনে দিয়েছে।  প্রচলিত শিক্ষা ব্যবস্থায় যেভাবে নির্ধারিত বিষয়গুলি ছাত্রছাত্রীদের পড়তেই হয়, এখানে এনআইওএস-এর ব্যবস্থায় সেটি হয়না। এখানে ছাত্রছাত্রীরা তাদের ইচ্ছানুযায়ী একগুচ্ছ বিষয়ের মধ্য থেকে পছন্দের বিষয়টি বাছাই করতে পারে। এনআইওএস-এর স্বীকৃত প্রায় ১০০টি মাদ্রাসায় ৫০ হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করে। মাদ্রাসাগুলির চাহিদা অনুযায়ী অদূর ভবিষ্যতে এনআইওএস আরও ৫০০টি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে।

***

 

CG/CB /NS



(Release ID: 1702339) Visitor Counter : 181