স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

মহারাষ্ট্র, কেরালা, পাঞ্জাব, তামিলনাডু, গুজরাট এবং কর্নাটকে দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ছে


আজ সকাল ৭ টা পর্যন্ত দেশে মোট ১.৫৬ কোটি টিকা দেওয়া হয়েছে

Posted On: 03 MAR 2021 12:03PM by PIB Kolkata

নতুন দিল্লি,০৩ মার্চ,২০২১


করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্র, কেরালা, পাঞ্জাব, তামিলনাড়ু, গুজরাট এবং কর্নাটকে বাড়ছে। এইসব রাজ্য থেকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের পরিমাণ দাঁড়িয়েছে ৮৫.৯৫ শতাংশ। 


গত ২৪ ঘন্টায় মোট ১৪,৯৮৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৭,৮৬৩ জন। এর পরেই রয়েছে কেরালা, সেখানে আক্রান্তের সংখ্যা ২,৯৩৮। তারপর রয়েছে পাঞ্জাব, সে রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭২৯। 


মহারাষ্ট্র, পাঞ্জাব, গুজরাট, মধ্যপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, এবং কর্নাটকে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা প্রতি সপ্তাহে বৃদ্ধি পাচ্ছে। এক সপ্তাহে কেবল মহারাষ্ট্রেই ১৬,০১২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। পাঞ্জাবে এই সময়ে আক্রান্ত হয়েছেন ১,৭৮৩ জন। কেন্দ্রীয় সরকার এইসব রাজ্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। এছাড়াও প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নিয়মিতভাবে অভিযান চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।


ভারতে মোট সক্রিয়ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা আজ ১,৭০,১২৬-এ পৌঁছেছে। দেশে মোট সক্রিয়ভাবে আক্রান্তের পরিমাণ ১.৫৩ শতাংশ। 
দেশের অন্যান্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সক্রিয়ভাবে করোনা আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় অনেকটাই কমেছে। যদিও, মহারাষ্ট্র, পাঞ্জাব, দিল্লি, কর্ণাটক এবং গুজরাটে গত ২৪ ঘন্টায় তা বেড়েছে।
এদিকে, করোনা প্রতিরোধে টিকাকরণ কর্মসূচির দ্বিতীয় পর্যায় গত ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে।


 অন্যদিকে, ১ মার্চ থেকে ষাটোর্ধ্ব এবং ৪৫ বছর ও তার ঊর্ধ্ব ব্যক্তি যাঁদের আনুষঙ্গিক উপসর্গ রয়েছে, তাঁদের জন্য টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে।


এ পর্যন্ত সারাদেশে ১,৫৬,২০,৭৪৯ জন করোনা প্রতিষেধক টিকা নিয়েছেন। আজ সকাল ৭টা পর্যন্ত এই রিপোর্ট পাওয়া গেছে।
দেশে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৯৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে মহারাষ্ট্রে ৫৪ জন কেরালায় ১৬ জন এবং পাঞ্জাবে ১৯ জনের মৃত্যু হয়েছে।


দেশের ২৪ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে কোন মৃত্যুর খবর নেই।

***

 

 

CG/SB



(Release ID: 1702310) Visitor Counter : 209