ভূ-বিজ্ঞানমন্ত্রক

ভারত ও নরওয়ে লাক্ষাদ্বীপ এবং পুদুচেরিতে সামুদ্রিক স্থান ভিত্তিক পরিকল্পনা গ্রহণে সম্মত হয়েছে

Posted On: 03 MAR 2021 12:01PM by PIB Kolkata

নতুন দিল্লি,০৩ মার্চ,২০২১

ভারত এবং নরওয়ে আগামী পাঁচ বছরের জন্য সামুদ্রিক স্থান ভিত্তিক পরিকল্পনা গ্রহণে সম্মত হয়েছে। সেই অনুযায়ী দু'দেশের মধ্যে সম্প্রতি ভার্চুয়াল মাধ্যমে প্রকল্প পরিচালনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী পর্যায়ে উভয় দেশ সম্মত হয়ে একটি পরিকল্পনা তৈরি করবে যেখানে সমুদ্রবর্তী অঞ্চলে বিভিন্ন ক্ষেত্রকে প্রাধান্য দেওয়া হবে। এর মধ্যে রয়েছে জ্বালানি, পরিবহন, মৎস্যচাষ,পর্যটন প্রভৃতি বিষয়। এটি ভারত ও নরওয়ের মধ্যে একটি সুসংহত সামুদ্রিক উদ্যোগ হিসেবে গ্রহণ করা হয়েছে। যা ২০১৯ সালে দুই দেশের মধ্যে চুক্তির মাধ্যমে স্থির হয়েছিল।
যার ফলস্বরূপ লাক্ষাদ্বীপ এবং পুদুচেরিকে পাইলট প্রকল্প হিসেবে চিহ্নিত করা হয়েছে।


সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে কিভাবে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ঘটানো যায় সে সম্পর্কে দুটি দেশ সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করেছে। কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রক ন্যাশনাল সেন্টার ফর কোস্টাল রিসার্চের মাধ্যমে এই পরিকল্পনা রূপায়ণ করবে। পাইলট প্রকল্প হিসেবে লাক্ষাদ্বীপ এবং পুদুচেরিতে ভারতীয় মুদ্রায় ৮ থেকে ১০ কোটি টাকা বছরে ব্যয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরবর্তীকালে চেন্নাই, গোয়া এবং কচ্ছ উপসাগরীয় অঞ্চলে যৌথ উদ্যোগে উন্নয়নমূলক কাজ করা হবে।


দেশের নীল অর্থনীতিকে প্রাধান্য দিতে আগামী ২০৩০ সালের মধ্যে নতুন ভারত গড়ে তোলার লক্ষ্যেই এই ধরনের সামুদ্রিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে।

***

 

 

CG/SB


(Release ID: 1702305) Visitor Counter : 237