কৃষিমন্ত্রক
কৃষি ও সহযোগী ক্ষেত্রে ভারত ও ফিজির মধ্যে পারস্পরিক সহায়তার লক্ষ্যে মউ স্বাক্ষরে মন্ত্রিসভার অনুমোদন
Posted On:
03 MAR 2021 1:00PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩ মার্চ, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক এবং ফিজির কৃষি মন্ত্রকের মধ্যে কৃষিকাজ ও সহযোগী ক্ষেত্রে পারস্পরিক সহায়তা গড়ে তোলার লক্ষ্যে সমঝোতাপত্র বা মউ স্বাক্ষরে অনুমতি দিয়েছে।
ভারত ও ফিজির মধ্যে কৃষি ও সহযোগিতা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে স্বাক্ষরিত এই সমঝোতাপত্রের বৈশিষ্টগুলি নিম্নরূপ –
• গবেষক, বিজ্ঞান বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞ এবং কারিগরি প্রশিক্ষক বিনিময় ;
• প্রযুক্তি হস্তান্তর বাড়ানো;
• কৃষি ক্ষেত্রে উন্নয়নের জন্য পরিকাঠামোর অগ্রগতি;
• সেমিনার ও কর্মশিবির আয়োজনের মাধ্যমে আধিকারিক ও কৃষকদের প্রশিক্ষণ দিয়ে মানবসম্পদের অগ্রগতি;
• দুই দেশের বেসরকারি ক্ষেত্রের মধ্যে যৌথ উদ্যোগের প্রসার ঘটানো;
• কৃষিজ পণ্যের বিপণন এবং মূল্য সংযোজন / তৃণমূল স্তরে কৃষিজ পণ্যের প্রক্রিয়াকরণের ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানো;
• কৃষি ক্ষেত্রের সমস্ত বিষয়ে দক্ষতা বাড়ানো;
• বিপণনের সুবিধা বাড়িয়ে কৃষিজ পণ্যের প্রত্যক্ষ লেনদেনের প্রসার ঘটানো;
• গবেষণাধর্মী প্রস্তাবগুলির রূপায়ণে ও সেগুলি কার্যকর করার ক্ষেত্রে যৌথভাবে পরিকল্পনা প্রনয়ণ তথা আধুনিক পন্থা-পদ্ধতির প্রয়োগ;
• দুই দেশের পারস্পরিক সহমতের ভিত্তিতে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে ইন্দো-ফিজি কর্মীগোষ্ঠী গঠন।
এই সমঝোতাপত্র অনুযায়ী একটি যৌথ কর্মীগোষ্ঠী গঠন করা হবে। এই কর্মীগোষ্ঠী দুই দেশের রূপায়ণকারী কর্তৃপক্ষগুলির মাধ্যমে সমঝোতাপত্রের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে প্রয়োজনীয় কর্মপন্থা প্রনয়ণ ও তার রূপায়ণের কাজকর্ম পরিচালনা করবে। প্রতি ২ বছরে একবার করে ভারতে ও ফিজিতে এই কর্মীগোষ্ঠীর বৈঠক আয়োজিত হবে।
দুই দেশের মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষরের দিন থেকেই এটি কার্যকর হবে এবং ৫ বছর মেয়াদে তা রূপায়িত হবে।
***
CG/BD/AS
(Release ID: 1702200)
Visitor Counter : 184