মানবসম্পদবিকাশমন্ত্রক

ভারতীয় খেলনা মেলা ২০২১ – এ তিনটি কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষামূলক খেলনা প্রদর্শন

प्रविष्टि तिथि: 02 MAR 2021 1:14PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০২ মার্চ, ২০২১
 
ভারতীয় খেলনা মেলা ২০২১-এ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে যোগ দিয়েছেন। প্রায় ৩ লক্ষ ৫০ হাজার ছাত্রছাত্রী এই মেলায় নাম নথিভুক্ত করেছেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গত ২৭ ফেব্রুয়ারি খেলনা মেলার সূচনা করেন। মেলার সূচনায় প্রধানমন্ত্রী জানান, দেশের খেলনা শিল্পে বহু শক্তি লুকিয়ে রয়েছে। এই শক্তি এবং এর পরিচিতি আত্মনির্ভর ভারত অভিযানে একটি বড় ভূমিকা পালন করতে পারে বলে তিনি জানান।  
 
খেলনা মেলা ২০২১-এ সারা দেশ থেকে তিনটি কেন্দ্রীয় বিদ্যালয় তাদের শিক্ষামূলক খেলনা নিয়ে হাজির হয়েছে। এই তিনটি কেন্দ্রীয় বিদ্যালগুলি হ’ল – দিল্লি অঞ্চলের জেএনইউ কেন্দ্রীয় বিদ্যালয়, কেভি নম্বর ১ এএফএস গুরুগ্রাম এবং কেভি আইআইটি কানপুর। মেলার ৯ নম্বর হলে এই তিনটি কেন্দ্রীয় বিদ্যালয়ের স্টলে শিক্ষামূলক খেলনা প্রদর্শিত হচ্ছে। জেএনইউ কেন্দ্রীয় বিদ্যালয় বিভিন্ন গল্পে বর্ণিত ‘পশু খেলনা’ সহ ২৫টি খেলনা নিয়ে হাজির হয়েছে। কেভি আইআইটি কানপুর বোর্ড গেম, ডিজিটাল গেম সহ ৩৩টি খেলনা হাজির করেছে। এর পাশাপাশি, তাদের স্টলে রয়েছে খেলনা প্যারাসুট, কোভিড রক্ষকের মতো খেলনা। কেভি নম্বর ১ কেএফএস গুরুগ্রাম ১৪টি নানা খেলনা নিয়ে হাজির হয়েছে। ভারতে এই প্রথম এ ধরনের খেলনা মেলার আয়োজন করা হয়েছে, যেখানে ঐতিহ্যবাহী ও আধুনিক খেলনার নানা দিক উঠে এসেছে। দোসরা মার্চ পর্যন্ত চলবে এই মেলা। 
 
***
 
 
 
 
CG/SS/SB

(रिलीज़ आईडी: 1701948) आगंतुक पटल : 228
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Telugu