সারওরসায়নমন্ত্রক
তৃতীয় জনঔষধী দিবস উদযাপন
प्रविष्टि तिथि:
01 MAR 2021 5:44PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১লা মার্চ, ২০২১
তৃতীয় জনঔষধী দিবস ২০২১ এর উদযাপন আজ থেকে শুরু হয়েছে। সপ্তাহ ব্যাপী এই অনুষ্ঠান চলবে ৭ই মার্চ পর্যন্ত। দেশজুড়ে জনঔষধী কেন্দ্রগুলি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিল। এখানে রক্তচাপ ও সুগারের পরীক্ষা করা হয়। এছাড়াও বিনামূল্যে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন। জনঔষধী কেন্দ্রগুলি থেকে বিনামূল্যে ঔষুধ বিতরণও করা হয়েছে। দেশজুড়ে ১০০০টি স্বাস্থ্য শিবিরে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছেন। জনঔষধী কেন্দ্রগুলি থেকে সস্তায় ভালো মানের ওষুধ পাওয়া যায়।
ব্যুরো অফ ফার্মা পিএসইউ অফ ইন্ডিয়া (বিপিপিআই) প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধী পরিযোজনার বাস্তবায়ন করে। এবারের জনঔষধী দিবসের মূল ভাবনা “সেবা ভি – রোজগার ভি”।
***
CG/CB/SFS
(रिलीज़ आईडी: 1701828)
आगंतुक पटल : 329