কর্পোরেটবিষয়সংক্রান্তমন্ত্রক

কর্পোরেট বিষয়ক মন্ত্রক, বিনিয়োগের আগে নিধি কোম্পানীগুলির বিষয়ে তথ্য যাচাইয়ের পরামর্শ দিয়েছে

Posted On: 25 FEB 2021 11:40AM by PIB Kolkata
নতুনদিল্লি, ২৫শে ফেব্রুয়ারী, ২০২১
 
যে সব সংস্থা ১৯৫৬ সালের কোম্পানী আইন অনুযায়ী নিধি কোম্পানীর মর্যাদা পেয়েছে এবং ২০১৪ সালের পয়লা এপ্রিলের পর নিধি কোম্পানী হিসেবে বিবেচিত হচ্ছে, সেই সমস্ত সংস্থাকে ২০১৩ সালের সংশোধিত কোম্পানী আইন এবং ২০১৪ সালের নিধি নিয়মাবলী অনুসারে তাদের সাম্প্রতিকতম তথ্যের সংযোজন করতে হবে। এনডিএইচ – ৪ নম্বর ফর্মের আবেদনগুলির পরীক্ষা নিরীক্ষার সময় সব নিয়ম মেনে চলতে হবে। কোনো সংস্থা এই নিয়ম না মানলে সেই সংস্থাকে নিধি সংস্থার মর্যাদা দেওয়া হবে না। বিনিয়োগকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে, এই সমস্ত সংস্থাকে তাদের কষ্টার্জিত অর্থ লগ্নি করার আগে সংস্থাগুলির বিষয়ে তারা যেন সব তথ্য যাচাই করে নেয়।    
 
***
 
 
CG/CB/SFS 

(Release ID: 1700946) Visitor Counter : 143